বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার গত ২০ জুনের (শনিবার) রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। ১৪ দিন পর দ্বিতীয় দফার রিপোর্টেও পজিটিভ ধরা পড়েছে।
মাশরাফির করোনা পজিটিভ-নেগেটিভ নিয়ে কিছু অনলাইন পোর্টালে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। আগের বেশ কয়েকবার এমন ভুল তথ্যে ক্ষোভ করেছেন মাশরাফি। এবার আবারও একই রকম তথ্যে ভক্ত-সমর্থকদের সতর্ক করলেন মাশরাফি।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে বেশ কয়েকটি নিউজ পোর্টালে ‘মাশরাফির করোনা নেগেটিভ’ তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়। যা সত্য নয়। বিষয়টি মাশরাফি নিজেই নিশ্চিত করেছেন।
ফেসবুকে নিজের ভেড়িফায়েড পেজে মাশরাফি বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পূর্বের ন্যায় আজকেও (শনিবার) দেখলাম যে, আমার করোনা টেস্ট নিয়ে অনেকে অনেক রিপোর্ট করেছেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে, দয়া করে আপনারা এসব নিউজ বিশ্বাস করবেন না।’
তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে, আপনারা মন থেকে আমার জন্য দোয়া করেছেন। আপনাদের এই ভালোবাসা আমাকে দায়বদ্ধ করেছে যে, আমার সঠিক সংবাদ আপনাদেরকে জানানো।’
মাশরাফি আরও বলেন, ‘ইনশা আল্লাহ, আগামীকাল (রোববার) আমিসহ আমার পরিবারের সবাই করোনা টেস্ট করাবো। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এখানে (ফেসবুক পেজে) জানিয়ে দিব। আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।’
উল্লেখ্য, মাশরাফির পর তার স্ত্রীও করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। তবে তারা দুজনেই শারীরিকভাবে সুস্থ রয়েছে। যার ফলে ঢাকার বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাগ্রহণ করছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]