বিসিবি সভাপতির সফল অস্ত্রোপচার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪২ এএম, ১০ জুলাই ২০২০
বিসিবি সভাপতির সফল অস্ত্রোপচার

ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার (৮ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে লন্ডনে তার অস্ত্রোপচার করা হয়।

বৃস্পতিবার (৯ জুলাই) বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

জালাল ইউনুস বলেন, বুধবার (৮ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর বিসিবি সভাপতির অপারেশন শেষ হয়েছে। লন্ডনে বিসিবি সভাপতির সঙ্গে অবস্থানরত বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, অপারেশন সফল হয়েছে এবং তিনি সুস্থ আছেন।

নাজমুল হাসান পাপনের প্রোস্টেট (মূত্রাশয় ও মূত্রনালীতে) সমস্যায় ভুগছেন। এর আগে বিভিন্ন সময় সিঙ্গাপুর ও ইংল্যান্ডে চিকিৎসা করিয়েছেন এবং নিয়মিত মেডিকেল চেকআপ করাতেন।

সর্বশেষ ২১ জুন (রোববার) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে লন্ডনে যান বিসিবি সভাপতি। সেখানে কোয়ারেন্টিন শেষে ডাক্তার দেখালে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত হয়। চিকিৎসকের পরামর্শ মতে তিনি অস্ত্রোপচার করিয়েছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্লাজমা দানের অনুরোধ শচীনের

প্লাজমা দানের অনুরোধ শচীনের

বর্ণবাদের প্রতিবাদ ও করোনায় প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা

বর্ণবাদের প্রতিবাদ ও করোনায় প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা

ক্রীড়া ভাতা পাচ্ছেন দেশের ১১৫০ অস্বচ্ছল ক্রীড়াবিদ

ক্রীড়া ভাতা পাচ্ছেন দেশের ১১৫০ অস্বচ্ছল ক্রীড়াবিদ

স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্বে ডিভাইন

স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্বে ডিভাইন