প্রাণঘাতি করোনাভাইরাসে গুরুতর অসুস্থ রোগীদের সুস্থ করার জন্য প্লাজমা দান করতে আহ্বান জানিয়েছেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। বুধবার টেন্ডুলকারের নিজ শহর মুম্বাইয়ে সেভেন হিলস হাসপাতালে প্লাজমা থেরাপি ইউনিট চালু হয়। সেখানে প্লাজমা থেরাপি ইউনিটের উদ্বোধন করেন টেন্ডুলকার। উদ্বোধন করতে গিয়ে প্লাজমা দানের অনুরোধ জানান টেন্ডুলকার।
টেন্ডুলকার বলেন, ‘মরণব্যাধি করোনাভাইরাস থেকে যারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, তাঁদেরকে আমি অনুরোধ করবো, তারা যেন প্লাজমা থেরাপি দিয়ে আক্রান্ত মানুষদের পাশে এগিয়ে আসেন। আপনারা গুরুতর অসুস্থ মানুষদের সুস্থ করতে সাহায্য করতে পারেন। আমাদের সকলেরই সকলের পাশে দাঁড়ানো দরকার।’
এই মহামারীতে চিকিৎসক-নার্স-আইন শৃঙ্খলাবাহিনীসহ যারা লড়াই করে যাচ্ছেন তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টেন্ডুলকার। তিনি বলেন, ‘করোনাভাইরাস আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে এসেছে। এটি আমাদের স্বাস্থ্যের জন্য অবিশ্বাস্য এক চ্যালেঞ্জ। এমন ভয়াবহ পরিস্থিতিতে আক্রান্তদের সেবায় আমাদের চিকিৎসক, নার্স, সেবা কর্মী, পুলিশ, মিউনিসিপ্যাল ও সরকারি কর্মচারিরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ।’
ভারতে এখন পর্যন্ত ৭ লাখের উপরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া মারা গিয়েছে ২০ হাজারেরও বেশি মানুষ। এদিকে সুস্থ হয়ে বাসায় ফিরেছে প্রায় সাড়ে ৪ লাখ। পুরো পৃথিবীতে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে এগারো লাখ আর মারা গিয়েছে ৬ লাখেরও বেশি মানুষ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]