করোনাভাইরাস যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার। দ্বিতীয় দফার কোভিড-১৯ পরীক্ষা করার পর আবারও ফলাফল পজিটিভ এসেছে সাবেক এই কাপ্তানের।
এর আগে গত ১৯ জুন (শুক্রবার) প্রথমবারের মতো মাশরাফির দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। মঙ্গলবার (৩০ জুন) আবারও পরীক্ষার জন্য নমুনা দেন মাশরাফি। কিন্ত নতুন ওই পরীক্ষায়ও ফলাফল পজিটিভ এসেছে। অবশ্য করোনার সংক্রমণ ধরা পড়লেও সে রকম কোন স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন না বলে জানিয়েছেন মাশরাফি।
শনিবার (৪ জুলাই) তিনি সংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার (৩০ জুন) পাওয়া টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে আমার মধ্যে স্বাস্থ্যগত কোন সমস্যা নেই। আসলে প্রথম দফায় পজিটিভ ধরা পড়ার পরও আমি কোন সমস্যায় ভুগিনি। আল্লাহর রহমতে আমি ভাল আছি।’
বাসায় থেকেই তিনি চিকিৎসা সেবা গ্রহন করছেন বলে জানা গেছে। এর আগে অবশ্য করোনায় আক্রান্ত হয়েছিলেন ক্রিকেটার নাজমুল ইসলাম অপু এবং সাবেক ওপেনার নাফিস ইকবাল ও তার পরিবারের সদস্যরা। তবে দ্বিতীয় দফার পরীক্ষায় তারা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]