বাংলাদেশ ক্রিকেট দলে সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এখনও করোনাভাইরাস মুক্ত হননি। তবে শারীরিকভাবে সুস্থ রয়েছেন তিনি। এছাড়া করোনার কোন উপসর্গ নেই।
দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মাশরাফি আক্রান্ত হওয়ার পর সোশ্যাল মিডিয়াসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয় হাসপাতালের সিট পাচ্ছেন না তিনি। বিষয়টি নিয়ে সে সময় ক্ষোভ প্রকাশ করেন মাশরাফি। এবার মাশরাফি ‘করোনা মুক্ত’ হয়েছেন বলে সোশ্যাল মিডিয়া ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ পায়।
বিষয়টি মাশরাফির নজরে আসলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি আবারও পরিষ্কার করেন তিনি।
মাশরাফি লিখেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে।’
তিনি বলেন, ‘মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।’
১৯ জুন (শুক্রবার) মাশরাফির করোনা পরীক্ষা করা হলে পরদিন শনিবার (২০ জুন) রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে তিন-চার দিন সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি। শরীরে করোনা শনাক্ত হওয়ার আগে থেকেই ঢাকার বাসায় পরিবারের সদস্যদের কাছ থেকে আলাদা ছিলেন মাশরাফি।
করোনা শনাক্ত হওয়ার পর তেমন কোন শারীরিক সমস্যা দেখা না দেওয়ায় বাসাতে থেকে ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]