বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত কেন উইলিয়ামসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪০ এএম, ২৮ জুন ২০২০
বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত কেন উইলিয়ামসন

বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই এগিয়ে যাচ্ছে। উন্নতির কোন লক্ষণ দেখা যাচ্ছে না। তবে ইউরোপের দেশগুলোতে করোনার প্রকোপ ধীরে-ধীরে কমে আসছে। বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

করোনাভাইরাসের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে ইউনিসেফের সঙ্গে কাজ করছেন উইলিয়ামসন। তার সাথে আরও রয়েছেন- হেনরি নিকোলস, সোফি ডিভাইন ও ড্যানি কার্টার। সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইউনিসেফের দূত উইলিয়ামসন।

উইলিয়ামসন বলেন, ‘সম্প্রতি জুম অ্যাপের মাধ্যমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে আমার। এরপর আমি বুঝতে পারি, বাংলাদেশের পরিস্থিতি কতটা কঠিন অবস্থায় আছে। বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে, এমন ভয়াবহ ভাইরাসকে দূরে রাখা খুবই কঠিন কাজ।’

ক্রিকেটের কারণে জাতীয় দলেল হয়ে বহুবার বাংলাদেশ সফরে এসেছিলেন উইলিয়ামসন। কন্ডিশনের কারণে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা মোটেও সুখকর নয় কিউই অধিনায়কের। সেই অভিজ্ঞতাও তুলে ধরেন উইলিয়ামসন।

বলেন, ‘বাংলাদেশের কন্ডিশন মোটেও ভালো নয়। আমি সেখানকার গরম এবং আর্দ্রতার কথা কখনো ভুলব না। আমি যখন প্রথম বাংলাদেশ সফরে গিয়েছিলাম তখন গরম ও আর্দ্রতার অভিজ্ঞতা হয়েছে আমার। সেখান কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য সেটি ছিল ক্ষুদ্র সতর্কবার্তা।’

করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের খেলোয়াড়দের সাথে আলোচনা করেছেন উইলিয়ামসন। স্বাস্থ্যবিধি নিরাপদের থাকার পরামর্শও দেন তিনি। বলেন, ‘ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি বিভিন্ন দেশের যাওয়ার সুযোগ পেয়েছি। বিশ্বের নানা প্রান্তের মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে। করোনার পরিস্থিতিতে আমি অনেক ক্রিকেটারের সাথে কথা বলেছি। তাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ করেছি। তাদেরকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছি। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিনই বটে।’

গত মাসে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের ফেসবুক লাইভ আড্ডায় এসেছিলেন উইলিয়ামসন। সে সময়ও তামিমের সাথে বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন উইলিয়ামসন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিম-মাশরাফি-অপুর পরিবারে করোনার হানা

তামিম-মাশরাফি-অপুর পরিবারে করোনার হানা

মাশরাফির সুস্থতায় টাইগার ক্রিকেটারদের প্রার্থনা

মাশরাফির সুস্থতায় টাইগার ক্রিকেটারদের প্রার্থনা

লাল-নীল-হলুদ জোনে বিভক্ত হবেন টাইগার ক্রিকেটাররাও

লাল-নীল-হলুদ জোনে বিভক্ত হবেন টাইগার ক্রিকেটাররাও

ফিফার কাছ থেকে সাড়ে ৮ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

ফিফার কাছ থেকে সাড়ে ৮ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ