দীর্ঘ ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরা দিল লিভারপুলের। ৭ ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে দলটি। চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে ফটোসেশনের আনুষ্ঠানিকতার এখন শুধু বাকি।
এদিকে লিভারপুল চ্যাম্পিয়ন হওয়ায় ১৭ বছর পর চুল কাটলেন এক সমর্থক। লিভারপুলের এই ভক্তের নাম উকে ক্রিসনিকি, জন্ম কসোভাতে। বর্তমানে ভ্যাঙ্কুভারে থেকে ৩৭ বছর বয়সী ক্রিসনিকি একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
ক্রিসনিকি পণ করেছিলেন যে, লিভারপুল প্রিমিয়ার লিগ শিরোপা না জিতলে কখনই চুল কাটাবেন না। যার ফলে চুলনা কেটেই কেটে গেছে ১৭টি বছর। যেখানে লিভারপুরের চ্যাম্পিয়ন হতে সময় লেগেছে ৩০ বছর, আর তার চুল কাটা হয়নি টানা ১৭ বছর।
লিভারপুলের সমর্থকরা সাধারণতএকটু বড় চুলই রাখেন। তবে সেটা কেবল স্টাইলের জন্য। কিন্তু ক্রিসনিকি ২০১৪ সালে সিদ্ধান্ত নেন, লিভারপুল শিরোপা না জিতলে আর কখনই চুল কাটাবেন না।
ক্রিসনিকি সংবাদ মাধ্যমকে বলেছেন, কয়েকবার হতাশায় ডুবেছি। তবে শেষ পর্যন্ত হলো। আমার স্বপ্ন পূরণ হয়েছে। দল দাপুটে খেলে চ্যাম্পিয়ন এখন। আমি বলেছিলাম, যতদিন লাগবে থাকুক। যেদিন দেখব জর্ডান হেন্ডারসন ট্রফিটা হাতে নিয়েছেন, সে দিনই স্ত্রীকে দিয়ে চুলগুলো কাটিয়ে ফেলব।’
তিনি আরও জানান, ছেলেবেলা থেকেই লিভারপুল সমর্থক তিনি। তার বাবাও ছিলেন লিভারপুল ভক্ত। বাবার সঙ্গে খেলা দেখতে দেখতে লিভারপুলের প্রতি ভালোবাসা জন্মায় তার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]