আর্থিক অনটনে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৩৫ কর্মচারীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং পরামর্শক ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।
নিউজিল্যান্ডের এই কিংবদন্তী ক্রিকেটার এই মুহূর্তে বাংলাদেশ দলের কোচিং স্টাফদের মাঝে সর্বোচ্চ বেতন পান। তিনি তার দুই দিনের বেতন আনুমানিক ৫০০০ মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ লাখ) দান করেছেন নিম্ন আয়ের এইসব কর্মচারীদের জন্য।
বিসিবি ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির একজন কর্মকর্তা জানান, ভেট্টরির দানকৃত ওই অর্থ ভাগ করে দেওয়া হবে বোর্ডের ১৩৫জন কর্মচারীর মধ্যে। এর বাইরে আরও ২৬৫ জন কর্মচারীর মধ্যে তা বিতরণ করা হবে ক্রিকেটারদের গড়ে তোলে তহবিলের ৯ লাখ টাকা থেকে। বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রায় ৪০০ কর্মচারী সহায়তার আওতায় এসেছে।
২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের কোচিং ইউনিটে যোগ দেন ভেট্টরি। দৈনিক ২৫০০ মার্কিন ডলার বেতনে মোট ১০০ দিনের জন্য তাকে চুক্তিবদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণের কারণে আর্থিক সঙ্কটে থাকা বিসিবির এইসব কর্মচারীদের সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন এই কিউই কিংবদন্তী।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]