করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই নিয়মিতভাবে সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিসিবি সভাপতি বেশ কয়েকবারই মাশরাফির সাথে কথা বলেছেন। মাশরাফির শারীরিক অবস্থা জানতে ডাক্তারের সাথেও কথা বলেছেন বিসিবি সভাপতি। পাশাপাশি তাকে মানসিকভাবে সাহসও দিয়েছেন।’
নিজামউদ্দিন বলেন, ‘একজন খেলোয়াড় হওয়ার সুবিধায় সাধারণ মানুষের চাইতে মাশরাফি অনেক বেশি শক্ত ও ফিট আছেন। তাই আমরা আশা করছি, তার জন্য কোন সমস্যা হবে না।’
বিসিবির প্রধান নির্বাহী জানান, প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হলে বিসিবি সকল খেলোয়াড়ের জন্য সেরা চিকিৎসার ব্যবস্থা করবে। বাংলাদেশ সংস্থাকে বাসসকে তিনি বলেন, ‘কেউ কোভিড-১৯ আক্রান্ত হলে খেলোয়াড়দের সকল চিকিৎসা দেওয়া হবে।’
তিনি বলেন, ‘ত্রাণ বা অন্য কিছু দেওয়া বন্ধ করতে আমরা খেলোয়াড়দের বলতে পারি না। এটি ঠিক হবে না। কিন্তু আমরা তাদের নিরাপদ থাকার জন্য বলতে পারি। নিরাপদ থাকতে কী করতে হবে এখন তা সকলেই জানে। তবে কেউ দুর্ভাগ্যক্রমে করোনাভাইরাসে আক্রান্ত হলে আমরা তাদের সেরা চিকিসার ব্যবস্থা নিশ্চিত করতে পারি।’
নিজামউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘একজন সংসদ সদস্য হওয়ায় আমাদের কাছ থেকে মাশরাফি খুব বেশি কিছু কিছু নিতে পারে না। কিন্তু অন্যান্য খেলোয়াড়দের তা প্রয়োজন হতে পারে। তাই আমরা এ বিষয়ে অনেক বেশি সতর্ক।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]