সম্প্রতি মারা যান পাকিস্তানের বধির দলের ক্রিকেটার মোহাম্মদ ইরফান। আর তার এই মৃত্যুর খবর জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের দীর্ঘদেহী পেসার মোহাম্মদ ইরফানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। আর এখানেই ঘটে যতো বিপত্তি।
জাতীয় দলের ইরফানের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তাও দিতে থাকে অনেকে। সেই নেতিবাচক প্রভাব এসে পড়ে ইরফানের পরিবারেও। তাই বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলছেন ইরফান। তিনি জানান, তার মৃত্যুর যে সংবাদ প্রচার হয়েছে তা মিথ্যে এবং ভিত্তিহীন।
ইরফান নিজের অফিসিয়াল টুইটারে লিখেছেন, ‘কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক দূর্ঘটনায় আমার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। যা ভিত্তিহীন। এসব আমার পরিবার এবং বন্ধুদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। আমার খবর জানতে অসংখ্য ফোন কল আসছে। দয়া করে এমন বিষয়গুলোকে আত্মদমন করুণ। আমার কোনো দুর্ঘটনা ঘটেনি এবং আমি সুস্থ আছি।’
বিশ্বের সবচেয়ে দীর্ঘদেহী ক্রিকেটার হিসেবে পরিচিত ইরফান পাকিস্তানের হয়ে ৪টি টেস্ট ও ৬০টি ওয়ানডে এবং ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তিন ফরম্যাট মিলিয়ে ১০৯টি উইকেট শিকার করেছেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]