আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি : মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৪ এএম, ২৩ জুন ২০২০
আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি : মাশরাফি

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসাতেই অবস্থান করছেন টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিছু পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলেও ঢাকার বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তিনি সুস্থ আছেন।

সোমবার (২২ জুন) কিছু অনলাইন পোর্টালসহ সোশ্যাল মিডিয়ায় মাশরাফির শারীরিক অবস্থা ‘অবনতি’ হয়েছে বলে সংবাদ ছড়িয়ে পড়ে। টাইগার ভক্তদের মাঝে মুহূর্তের মাঝে এমন খবর ছড়িয়ে পড়ায় মাশরাফি নিজেই সঠিক তথ্য জানালেন।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মাশারাফি জানান, স্বাস্থ্য অবনতি বা হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাওয়া তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোন কারণে বিভ্রান্ত না হওয়ার এবং কোনো ধরনের নিউজে বিচলিত না হওয়ার আহ্বান জানান তিনি।

মাশরাফি লিখেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাওয়ার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে।’

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি গত শুক্রবার করোনা পরীক্ষা করালে পরদিন শনিবার (২০ জুন) আসা রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে তিন-চার দিন সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জ্বর কমলেও ব্যথা আছে মাশরাফির

জ্বর কমলেও ব্যথা আছে মাশরাফির

ক্রিকেটারদের জন্য আসছে বিসিবির নির্দেশনা

ক্রিকেটারদের জন্য আসছে বিসিবির নির্দেশনা

তামিম-মাশরাফি-অপুর পরিবারে করোনার হানা

তামিম-মাশরাফি-অপুর পরিবারে করোনার হানা

মাশরাফির সুস্থতায় টাইগার ক্রিকেটারদের প্রার্থনা

মাশরাফির সুস্থতায় টাইগার ক্রিকেটারদের প্রার্থনা