করোনাভাইরাসের আক্রান্ত মাশরাফি বিন মর্তুজা আগের চেয়ে ভালো আছেন। তবে শরীরের তাপমাত্রা কমলেও ব্যথা রয়েছে। ঢাকার বাসাতে থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি শুক্রবার করোনা পরীক্ষা করালে পরদিন শনিবার (২০ জুন) আসা রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে তিন-চার দিন সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি।
মাশরাফির ভাই মোরসালিন বিন মুর্তজা জানিয়েছেন, অন্য কোনো সমস্যা নেই। জ্বর কমেছে, শরীর ব্যথা আছে। তবে আগের চেয়ে কমেছে।
করোনা আক্রান্ত হওয়ার পর নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়েছেন দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি। একই সঙ্গে মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিন
এর আগে মাশরাফির শাশুড়ি ও স্ত্রীর বোন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]