সকলের কাছে দোয়া চেয়েছেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪২ এএম, ২১ জুন ২০২০
সকলের কাছে দোয়া চেয়েছেন মাশরাফি

চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড় করোনাভাইরাস বাংলাদেশেও ছেড়িয়ে পড়েছে। চীনের এই ভাইরাসের সংক্রামন থেকে রক্ষা পাাননি টাইগারদের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। দেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম আক্রান্ত হলেন।

করোনাভাইরাসের পজেটিভ হওয়ার পর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মাশরাফি। একই সঙ্গে সবাইকে আরও বেশি সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে মাশরাফি এসব কথা বলেন। স্ট্যাটাসে মাশরাফি লিখেন, ‘আজকে (শনিবার) আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।’

তিনি আরও লিখেন, ‘আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরও সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’

মাশরাফি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য এর আগে নিশ্চিত করে তারই ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি। তিনি জানান, শরীরে জ্বর থাকায় শুক্রবার (১৯ জুন) করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মাশরাফি। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষার পর শনিবার (২০ জুন) রিপোর্টে জানানো হয়, মাশরাফি করোনা পজেটিভ।

এর আগে মাশরাফির শাশুড়ি ও স্ত্রীর বোন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা। তবে তাদের সংস্পর্শে যাননি মাশরাফি। অন্য কোনভাবে তিনি আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত

মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত

মাশরাফির শাশুড়ি করোনা আক্রান্ত

মাশরাফির শাশুড়ি করোনা আক্রান্ত

নাফিস ইকবাল করোনা আক্রান্ত

নাফিস ইকবাল করোনা আক্রান্ত

লাইভে এসে ভালো থাকার বার্তা দিলেন আফ্রিদি

লাইভে এসে ভালো থাকার বার্তা দিলেন আফ্রিদি