শিক্ষাজীবনের বড় একটা অংশ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) কাটিয়েছেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এখান থেকেই মিলেছে তাদের ক্রিকেটের হাতেখড়ি। বৃহস্পতিবার (১৮) রাতে অনলাইনে বিকেএসপির কোচ ও নীতিনির্ধারকদের সঙ্গে সভা করেছেন তারা।
বিকেএসপির কোচদের মাঝে রাতের এই সভায় উপস্থিত ছিলেন সাকিব-মুশফিকদের গুরু নাজমুল আবেদীন ফাহিমও। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি সভায় সাকিব মুশফিকদের সাথে আলোচনার কথা লিখেছেন।
দেশের ক্রিকেটারদের শ্রদ্ধাভাজন এই কোচ লেখেন, মুশফিক এবং সাকিব বিকেএসপির অন্যতম দুই কৃতি ক্রিকেটার। আজকের জুম সেশনে আমরা তাদের চোখে বিকেএসপিকে আবার ফিরে দেখেছি।
তিনি আরও লেখেন, তাদের সময়ে বিকেএসপি কেমন ছিল এবং কী কী হলে বিকেএসপিতে তাদের বেড়ে ওঠাটা আরও মসৃণ এবং সমৃদ্ধ হতো এসব বিষয়ে তারা আমাদের সঙ্গে মন খুলে কথা বলেছে। আমাদের বিশ্বাস এই আলোচনা থেকে বিকেএসপি কে আমরা আরও সময়োপযোগী, আধুনিক এবং কার্যকর হিসেবে গড়ে তুলতে পারব।
বর্তমানে বিকেএসপি'র ক্রিকেট বিভাগের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় তিনশো’ শিক্ষার্থীকে বিভিন্ন গ্রুপে ভাগ করে শিক্ষা প্রদান করা হচ্ছে। প্রতি গ্রুপে আছেন ২০ জন করে শিক্ষার্থী এবং একজন করে কোচ।
কোচরা অনলাইন ক্লাসে ছাত্রদের নানারকম নির্দেশনা দিচ্ছেন। জুম মিটিংয়ের মাধ্যমে পরিচালিত এসব ক্লাসে ছাত্ররা তাদের ভিডিও রেকর্ড করে কোচদের কাছে পাঠাচ্ছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]