লাইভে এসে ভালো থাকার বার্তা দিলেন আফ্রিদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২২ এএম, ১৯ জুন ২০২০
লাইভে এসে ভালো থাকার বার্তা দিলেন আফ্রিদি

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। নিজের সুস্থতা ও পরিবারের মঙ্গলের কথা চিন্তা করে আলাদা থাকছেন। তবে এ অবস্থায় নিজের সন্তানদের খুব বেশি মিস করছেন আফ্রিদি।

সাামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে আফ্রিদি নিজেই এ কথা জানান। তিনি বলেন, ‘আমি এখন অনেক ভালো আছি। একা থাকার কারণে আমার সন্তানদের মিস করছি।’

হঠাৎ করেই গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ওঠে, আফ্রিদির শারীরিক অবস্থা খারাপের দিকে। এমন খবর শুনে নিজের শারীরিক অবস্থা জানাতেই লাইভে আসেন আফ্রিদি।

তিনি বলেন, ‘এই ভিডিওটি করছি কারণ গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম, আমার শারীরিক অবস্থা খারাপ হচ্ছে, এমন গুজব উঠেছে। এসব কথা সত্যি নয়। তবে এটি ঠিক, প্রথম কয়েকদিন অবস্থা খারাপ ছিল। কিন্তু গত কয়েকদিনে আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি।’

করোনা আক্রান্তদের সাহস দিয়েও বার্তা দেন আফ্রিদি। বলেন, ‘করোনাভাইরাস সম্পর্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি নিজে যতক্ষণ পর্যন্ত লড়াই করবেন, তখন আপনাকে হারাতে পারবে না। প্রথম দিকের দিনগুলো আমার জন্য খুব কঠিন ছিল।’

পাকিস্তানে করোনাভাইরাসের সংক্রমনের পর থেকে অসহায়-দুস্থদের পাশে থেকে সহায়তা করছেন আফ্রিদি ও তার ফাউন্ডেশন। পাকিস্তানের গ্রাম-গঞ্জে গিয়ে আর্থিক ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে অসহায়দের সহায়তা করেছেন তিনি। এমনকি হিন্দু ধর্মাবলম্বি মন্দিরে গিয়েও সেখানকার মানুষদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন আফ্রিদি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শত্রুতা ভুলে আফ্রিদির সুস্থতা চাইলেন গম্ভীর

শত্রুতা ভুলে আফ্রিদির সুস্থতা চাইলেন গম্ভীর

শহীদ আফ্রিদি করোনা আক্রান্ত

শহীদ আফ্রিদি করোনা আক্রান্ত

আফ্রিদির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ

আফ্রিদির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ

যে কারণে মুশফিকের ব্যাট কিনেছেন আফ্রিদি

যে কারণে মুশফিকের ব্যাট কিনেছেন আফ্রিদি