দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন আফগান অধিনায়ক ও লেগ স্পিনার রশিদ খানের মা। শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়ে হেরে যেতে হলো তাকে। বৃহস্পতিবার (১৮ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মা হারানোর খবর নিজেই জানিয়েছেন রশিদ খান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি আর আমার মায়ের দোয়া এবং ভালোবাসা পাব না। আমার পরিবার তাকে হারিয়ে কঠিন এক সময় অতিবাহিত করছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তার আত্মাকে শান্তি দিন।’
এর আগে গত ১২ জুন অসুস্থ মায়ের দ্রুত আরোগ্য লাভের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছিলেন রশিদ খান। এক টুইটে তিনি লিখেছিলেন, ‘হে আল্লাহ! আমার মাকে সুস্থ করে দিন। তার জন্য সবাই দোয়া করবেন।’
মায়ের মৃত্যু রশিদ খানের জন্য জোড়া ধাক্কা হয়ে এসেছে। কারণ তার বাবার মৃত্যুর দুই বছর পার না হতেই মাকে হারাতে হলো তাকে। তার বাবা যখন মারা যান তখন বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলতে অস্ট্রেলিয়া অবস্থান করছিলেন রশিদ খান। তবে এত বড় ধাক্কা সত্ত্বেও ওই দিনই পেশাদারির অনন্য নজির স্থাপন করে ব্রিসবেন হিটসের হয়ে খেলতে নামেন তিনি।
sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]