করোনাভাইরাসের শুরু থেকেই নিজ শহর বগুড়াসহ দেশের নানা প্রান্তে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এবার নিজ জেলা বগুড়ায় করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য ২টি বুথ তৈরি করে দিলেন তিনি।
মে মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের প্রিয় একটি ব্যাট নিলামে তুলেছিলেন মুশফিক। যা প্রায় ১৭ লাখ টাকায় ব্যাটটি কিনে নেন পাকিস্তানের সাবেক অলারউন্ডার শহীদ আফ্রিদি। সেই ব্যাট বিক্রির টাকার একটা অংশ দিয়ে এই বুথ তৈরির খরচ নির্বাহ করা হয়।
বুধবার (১৭ জুন) বিকেলে বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নমুনা সংগ্রহের সেফটি বুথ দুটি স্থাপন করা হয়। এছাড়া মুশফিকের দেওয়া অর্থ সাহায্যে চিকিৎসকদের জন্য একটি সেফটি চেম্বারও স্থাপন করা হয়েছে।
বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন এসব বুথের উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন যুব বিশ্বকাপজয়ী দলের দুই ক্রিকেটার তানজিম আহমেদ তামিম ও তৌহিদ হৃদয়।
সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, করোনাকালের শুরু থেকেই এই অঞ্চলের অসহায় মানুষের জন্য কয়েক দফা খাদ্য সহায়তা দিয়েছেন মুশফিক। চিকিৎসকদের জন্য দিয়েছেন ২০০ পিপিই। সদ্য স্থাপিত বুথগুলোতে বুধবার (১৭ জুন) বিকেল থেকেই নমুনা সংগ্রহ শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]