ক্রিস্টিয়ান কোলম্যান সাময়িক নিষিদ্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১৮ জুন ২০২০
ক্রিস্টিয়ান কোলম্যান সাময়িক নিষিদ্ধ

ক্রিস্টিয়ান কোলম্যান এবং বিতর্ক; এ দুটো যেন একসাথে চলে। ১০০ মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে তাকে বিতর্ক আরও ঘিরে ধরেছে। এবার তৃতীয়বারের মতো ডোপ টেস্টে অংশ না নেওয়ায় অ্যাথলেটিকস ইনটেগ্রিটি ইউনিট তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।

অ্যাথলেটদের খোঁজ-খবর রাখার বিষয়ে বেশ কিছু নীতিমালা রয়েছে অ্যান্টি ডোপিং এজেন্সির। অ্যাথলেটরা কখন কোথায় যান বা থাকবেন সেগুলো কর্তৃপক্ষকে জানাতে হয়। ১২ মাসে তিনবার তথ্য জানাতে ব্যর্থ হলে আইন ভঙ হয়েছে বলে ধরে নেওয়া হয়। কোলম্যানও তিনবার নিজের অবস্থান জানাতে ব্যর্থ হওয়ায় এবার শাস্তি পেতে হয়েছে।

সাময়িক এই নিষেধাজ্ঞার ফলে কোন ধরনের প্রতিযোগিতা ও সংশ্লিষ্ট কাজে অংশ নিতে পারবেন না কোলম্যান। এছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্যি প্রমাণিত হলে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। যদি তাই হয় তাহলে টোকিও অলিম্পিকে তাকে আর দেখা যাবে না।

দোহায় ২০১৯ অ্যাথলেটিকস বিশ্বচ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিলেন স্বদেশি ক্রিস্টিয়ান কোলম্যান।

গত বছরের ডিসেম্বরেও ডোপ টেস্টে অনুপস্থিত ছিলেন কোলম্যান। এছাড়া ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে ‘অ্যাথলেটের অবস্থানগত’ ডোপিং নীতিমালার তিনটি নিয়ম ভাঙেন তিনি।

এদিকে এক টুইট বার্তায় কোলম্যান জানিয়েছেন, গত ডিসেম্বরে ডোপ টেস্টে অনুপস্থিত থাকার বিষয়ে তিনি অ্যাথলেটিকস নৈতিকতা ইউনিটের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। সবকিছু মিলিয়ে সম্ভব শাস্তিই পেতে যাচ্ছি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হলিউড ছবির কাহিনী ভারতে, ভুক্তভোগী ঘানার ফুটবলার

হলিউড ছবির কাহিনী ভারতে, ভুক্তভোগী ঘানার ফুটবলার

পর্দার ধোনিকে হারিয়ে শোকস্তব্ধ টেন্ডুলকার-কোহলিরা

পর্দার ধোনিকে হারিয়ে শোকস্তব্ধ টেন্ডুলকার-কোহলিরা

অলিম্পিকের জন্য নিরাপদ করা হচ্ছে টোকিও

অলিম্পিকের জন্য নিরাপদ করা হচ্ছে টোকিও

তিরস্কার নয়, ভালোবেসে স্যামিকে কালু ডাকা হতো

তিরস্কার নয়, ভালোবেসে স্যামিকে কালু ডাকা হতো