দেশের বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলের উদীয়মান ফুটবলার জাহিদ আহসান বাধনের মায়ের দু’টি কিডনি প্রায় অকেজো হয়ে যাচ্ছে। গণমাধ্যমে বিষয়টি জানতে পেরে বাধনের মায়ের চিকিৎসায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে মায়ের চিকিৎসার জন্য বাধনের হাতে লাখ টাকার একটি চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চেক তুলে দেওয়ার সময় প্রতিমন্ত্রী বলেন, আমরা সবসময় অসহায়-দুস্থ ক্রীড়াবিদ ও তাদের পরিবারের পাশে আছি। অতি সম্প্রতি আমরা করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ক্রীড়াবিদদের এক কোটি টাকা দিয়েছি।
তিনি আরও বলেন, আমরা আরও বেশি সংখ্যক তৃণমূল পর্যায়ে সহায়তা করার লক্ষ্যে কাজ করছি। আজ বাধনের মায়ের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা প্রদান করেছি। ভবিষ্যতে ও বাধনসহ সকল অসহায় ক্রীড়াবিদদের পাশে থাকবো।
চেক প্রদানকালে মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এদিকে উদীয়মান ফুটবলার বাধন তার মায়ের চিকিৎসায় সহায়তার জন্য প্রতিমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বাধন ফেসবুকে এক স্টাটাসে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার আম্মুর চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল স্যার, চিকিৎসার জন্য আমাকে ১ লক্ষ টাকার চেক দিলেন নিজ হাতে।’
‘অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আমার মতো এক অসহায় সন্তানের পাশে দাঁড়িয়েছেন । আপনার মতো সকলে’ই যদি আমার পাশে দাঁড়ায়, যার যার অবস্থান থেকে, যার যার সাধ্যমতো, ইনশাআল্লাহ আমি আমার আম্মুকে সুস্থ করে তুলবো।’
একই সঙ্গে মায়ের জন্য সকলের কাছে দোয়া চান বাধন। বলেন, ‘আমার মায়ের জন্য সকলের কাছে দোয়া চাই, আল্লাহ্ যেন আমার মাকে সুস্থ করে দেন ও স্বাভাবিক জীবন ধারণ করার ক্ষমতা দেন।’
মায়ের স্বপ্নের পথেই এগোচ্ছেন বাধন। ময়মনসিংহের জেলা ফুটবল থেবে শুরু করে ফার্স্ট ডিভিশন ফটুবল খেলে যাচ্ছেন এই উদীয়মান ফুটবলার। মাঝে ২০১৫ সালে অনূর্ধ্ব জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন। সেই দলের সতীর্থ রাকিব হাসান এখন সিনিয়র জাতীয় দলের পরিচিত মুখ। বাধনের ইচ্ছাটাও সে রকম, তবে এর আগে মাকে বাঁচানোই যেন তার একমাত্র লক্ষ্য।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]