ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে টিম ইন্ডিয়ার দলনেতার চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। ছোট্ট ক্যারিয়ারে পেয়েছিলেন বেশ খ্যাতিও।
ধোনির বায়োপিকে অভিনয় করার পর একতা কাপুরের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘পবিত্র রিশতা’, ‘কাই পো চে’, ‘কেদারনাথ’, ‘সঞ্চরিয়া’সহ অসংখ্য ছবি দিয়ে ছোট পর্দা থেকে বলিউডের বড় পর্দায় সফল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুশান্ত।
তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ধোনির বায়োপিকে অভিনয়ের মাধ্যমে। সেই সুশান্তই অভিমানে রোববার হঠাৎ করে চলে গেলেন না ফেরার দেশে। ভারতের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বান্দ্রার নিজ ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছে সুশান্তের দেহ। সুশান্ত আত্মহত্যা করেছেন বলে অনুমান আইন-শৃঙ্খলবাহিনীর।
সুশান্তের মৃত্যুর খবরে শোকাহত ভারতীয় ক্রিকেট মহল। মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার টুইট করেছেন, ‘স্তুম্ভিত ও ব্যথিত সুশান্তের মৃত্যুর খবরে। এত তরুণ ও প্রতিভাবান অভিনেতা। পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা রইল। আরআইপি।’
ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি টুইট করে লিখেছেন, ‘সুশান্তের খবরে আমি স্তুম্ভিত। এটা মেনে নেওয়া খুব কঠিন। তার আত্মার শান্তি কামনা করছি। উপরওয়ালা শক্তি দিন পরিবার ও বন্ধুদের।’
সুশান্তের অকাল প্রয়াণের খবরে ব্যথিত যুবরাজ সিংহও। তিনি টুইট করে লিখেছেন, ‘এত অল্প বয়সে, এত সফল এক জন অভিনেতা। তার মনের ভিতরে কী চলছিল, তা আমরা কেউই জানি না। বাইরে থেকে তো অন্য রকম লাগত।’
ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রী, সাবেক কোচ ও অধিনায়ক অনিল কুম্বলেসহ আরও অনেক ক্রিকেটার ব্যথিত মনে টুইট করেছেন। এছাড়া ইনস্টাগ্রামে সুশান্তের মৃত্যুতে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওর্য়ানারও শোকপ্রকাশ করেছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]