শত্রুতা ভুলে আফ্রিদির সুস্থতা চাইলেন গম্ভীর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ এএম, ১৫ জুন ২০২০
শত্রুতা ভুলে আফ্রিদির সুস্থতা চাইলেন গম্ভীর

ভারতের গৌতম গম্ভীর ও পাকিস্তানের শহীদ আফ্রিদির মাঝে সম্পর্কটা যেন সাপে-নেউলের। একজন একটু এদিক-ওদিক বললে ছেড়ে কথা বলেন না অন্য আরেকজন। দুজনের মধ্যে রাজনৈতিক ও আদর্শগত পার্থক্য থাকার কারণেই তৈরি হয়েছে এমন সম্পর্ক।

তবে করোনার কারণে কিছুটা হলেও ভুলিয়েছে শত্রুতা। করোনার এমন সঙ্কটময় অবস্থায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন আফ্রিদি। হঠাৎই করোনায় আক্রান্ত হন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। আফ্রিদির এমন খবর ব্যথিত করেছে গৌতম গম্ভীরকেও।

দুজনের মধ্যে রাজনৈতিক ও আদর্শগত পার্থক্য থাকলেও এই দুর্দিনে আফ্রিদির সুস্থতা কামনা করেছেন বিজেপির এই সাংসদ। তিনি জানিয়েছেন, এই ভাইরাসে কারও আক্রান্ত হওয়া ভাল খবর নয়। আমি আশা করি সে শিগগিরই সুস্থ হয়ে উঠবে।

‘সালাম ক্রিকেট ২০২০’ নামক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন গম্ভীর। সেখানেই তিনি জানতে পারেন, আফ্রিদি করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরই গম্ভীর বলেন, ‘যে কেউই এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। কিন্তু এমন মারণ ভাইরাসে কারও আক্রান্ত হওয়া ভাল খবর নয়। আফ্রিদির দ্রুত আরোগ্য কামনা করি। এমনকী, দেশের প্রতিটি আক্রান্ত যেন দ্রুত সেরে ওঠে, সেই কামনা করি।’

করোনায় আক্রান্ত হওয়ার ব্যপারটি শনিবার (১৩ জুন) নিশ্চিত করে দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

টুইটারে নিজের অ্যাকাউন্টে শহীদ আফ্রিদি লিখেন, ‘বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল। আমার শরীর ভয়াবহ ব্যথা করছিল। তাই পরীক্ষা (করোনা পরীক্ষা) করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল পজিটিভ এসেছে, আমি কোভিড-১৯ পজিটিভ। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।’

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই নিজের সাধ্যমতো কাজ করে যাচ্ছিলেন তিনি। নিজের নামের ফাউন্ডেশন থেকে মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন আফ্রিদি। শহীদ আফ্রিদির এই সহায়তার কাজে পাকিস্তানের বর্তমান ক্রিকেটাররাও এগিয়ে এসেছেন।

পাকিস্তানে এখন পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৪০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ২ হাজার ৫৫১ জন এবং ভালো হয়েছেন ৫০ হাজার ৫৬ জন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইসিসির সতর্কতা

ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইসিসির সতর্কতা

আগ্রহ বাড়াতে অস্ট্রেলিয়ার সড়কে কোহলির নাম!

আগ্রহ বাড়াতে অস্ট্রেলিয়ার সড়কে কোহলির নাম!

ব্যাট ফিরিয়ে নিলেও জার্সি নিলাম করছেন আশরাফুল

ব্যাট ফিরিয়ে নিলেও জার্সি নিলাম করছেন আশরাফুল

শহীদ আফ্রিদি করোনা আক্রান্ত

শহীদ আফ্রিদি করোনা আক্রান্ত