ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইসিসির সতর্কতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৪ জুন ২০২০
ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইসিসির সতর্কতা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে ক্রীড়া ইভেন্ট। খেলাধুলা বন্ধ থাকায় অবসর সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা বেড়েছে ক্রিকেটারদের। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘অন্ধকার দিকে’র বিষয়ে সতর্ক‌ করেছে আইসিসি।

আইসিসির দুর্নীতি দমন শাখা সকল ক্রিকেট বোর্ডকে এ বিষয়ে সতর্ক করে চিঠি দিয়েছে। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বিশ্বের প্রায় সব জায়গায়ই লকডাউন ও বিধি-নিষেধের মধ্যে চলছে। ফলে ক্রিকেটারদের হাতে প্রচুর সময় রয়েছে এবং অনেকেই সামাজিকে যোগাযোগ মাধ্যমে ব্যস্ত সময় পার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভালো দিক যেমন রয়েছে তেমনি খারাপ দিকও রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। যার প্রমাণ আইসিসি ইতোমধ্যে পেয়েছে।

ক্রিকবাজের ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অন্তত দু’জন ক্রিকেটারকে কু-প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের একজনকে কিট স্পন্সরশিপ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে অন্য জনের ব্যাপারে এখনও জানা যায়নি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শোয়েব আখতারের বিরুদ্ধে পিসিবির মামলা

শোয়েব আখতারের বিরুদ্ধে পিসিবির মামলা

আত্মহত্যা করতে চেয়েছিলেন আশরাফুল

আত্মহত্যা করতে চেয়েছিলেন আশরাফুল

জেনে নিতে পারেন ক্রিকেটের নতুন পাঁচ নিয়ম

জেনে নিতে পারেন ক্রিকেটের নতুন পাঁচ নিয়ম

লালা নিষিদ্ধ করে জরিমানা বিধান করলো আইসিসি

লালা নিষিদ্ধ করে জরিমানা বিধান করলো আইসিসি