দেউলিয়া ভারতীয় প্রতিষ্ঠান নিম্বাস, বিসিবির ক্ষতি ২২ মিলিয়ন ডলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৫ এএম, ১৪ জুন ২০২০
দেউলিয়া ভারতীয় প্রতিষ্ঠান নিম্বাস, বিসিবির ক্ষতি ২২ মিলিয়ন ডলার

ভারতীয় ক্রীড়া সম্প্রচার প্রতিষ্ঠান ‘নিম্বাস স্পোর্টস’ এখন দেউলিয়া প্রতিষ্ঠান। ফলে প্রতিষ্ঠান বিপক্ষে আর আইনি লড়াইয়ে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিব)। অর্থাৎ, প্রতিষ্ঠানটির কাছে বিসিবি পাওনা ২২ মিলিয়ন মার্কিন ডলার আর আদায় করা যাচ্ছে না।

২০০৬ সালের নভেম্বরে ভারতীয় ক্রীড়া সম্প্রচার প্রতিষ্ঠান নিম্বাস স্পোর্টস এর সঙ্গে ৫৬.৮৮ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে বিসিবি। বাংলাদেশের আন্তর্জাতিক খেলার সম্প্রচার স্বত্ব ছয় বছরের জন্য বিক্রি করা হয়। তবে চার বছর পর জানা যায়, নিম্বাসের সঙ্গে চুক্তিটি যথাযথ প্রক্রিয়ায় করা হয়নি। এমনকি চুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংক গ্যারান্টিও নেওয়া হয়নি।

২০১২ সালে চুক্তি শেষে নিম্বাসের কাছে ৩২ মিলিয়ন ডলার পাওনার দাবি করে বিসিবি, যা পরে ছাড় দিয়ে ২২ মিলিয়ন ডলারে দাঁড়ায়। ওই বছরের জুলাই মাসে নিম্বাস ১১ মিলিয়ন ডলার দিয়ে বিষয়টি মিমাংসা করা প্রস্তাব দিলে রাজি না হয়ে সিঙ্গাপুরে আইনি লড়াই শুরু করে বিসিবি। দীর্ঘদিন পর গত ২২ মে কোর্ট অব সিঙ্গাপুর বিসিবিকে জানিয়ে দেয় বর্তমানে নিম্বাস একটি দেউলিয়া প্রতিষ্ঠান।

কোর্ট অব সিঙ্গাপুরের এই ঘোষণার পর আপত্তি জানাতে চাইলে বিসিবিকে ২১ দিনের মধ্যে আবারও মামলা করতে হবে। যার জন্য বিসিবিকে বাড়তি আরও ২ লাখ মার্কিন ডলার খরচ করতে হবে। বিষয়টি নিয়ে গত ৬ জুন (শনিবার) সিঙ্গাপুর কোর্টে ‘নো অবজেকশন লেটার’ অর্থাৎ অনাপত্তিপত্র পাঠিয়ে বিসিবি।

বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা যদি অনাপত্তিপত্র না পাঠাতাম, তাহলে আমাদের আইনি লড়াই ছাড়াও অন্য ঝামেলা পোহাতে হত। ফলে, আমাদের বাড়তি অর্থ খরচ করতে হত। আমরা এতে জড়িত হইনি। কারণ, নিম্বাস পুরোপুরি দেউলিয়া হয়ে যাওয়ায় আমরা কোনো উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি না।’

তিনি আরও বলেন, ‘সিঙ্গাপুরে একটি আইনি লড়াই চলছে। ওরা যেহেতু দেউলিয়া হয়ে গেছে, তাই এটাও এখন বাড়তি বিষয় হয়ে গেছে। এ কারণেই আমরা এর পেছনে না ছোটাই ভালো মনে করছি। আর এই সিদ্ধান্ত আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই নেওয়া হয়েছে। তবে নিম্বাসকে ক্ষমা করার সুযোগ নেই। আইনি প্রক্রিয়া জারি থাকবে, তবে এটাও সত্য যে ওদের কাছ থেকে কিছু পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় নড়েনি ফিফার র‌্যাংকিং, পূর্বের স্থানেই বাংলাদেশ

করোনায় নড়েনি ফিফার র‌্যাংকিং, পূর্বের স্থানেই বাংলাদেশ

প্রস্তাবিত বাজেটে ক্রীড়া মন্ত্রণালয় পাচ্ছে ১৪৭৯ কোটি টাকা

প্রস্তাবিত বাজেটে ক্রীড়া মন্ত্রণালয় পাচ্ছে ১৪৭৯ কোটি টাকা

বাশারের চোখে বাংলাদেশের সেরা টেস্ট একাদশ

বাশারের চোখে বাংলাদেশের সেরা টেস্ট একাদশ

বিশ্বকাপে সেরা মুহূর্তের খেতাব জিতলো বাংলাদেশ

বিশ্বকাপে সেরা মুহূর্তের খেতাব জিতলো বাংলাদেশ