শহীদ আফ্রিদি করোনা আক্রান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২০ এএম, ১৪ জুন ২০২০
শহীদ আফ্রিদি করোনা আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই নিজের সাধ্যমতো কাজ করে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এবার নিজেই সেই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৩ জুন) নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

টুইটারে নিজের অ্যাকাউন্টে শহীদ আফ্রিদি লিখেন, ‘বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল। আমার শরীর ভয়াবহ ব্যথা করছিল। তাই পরীক্ষা (করোনা পরীক্ষা) করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল পজিটিভ এসেছে, আমি কোভিড-১৯ পজিটিভ। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।’

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই নিজের সাধ্যমতো কাজ করে যাচ্ছিলেন তিনি। নিজের নামের ফাউন্ডেশন থেকে মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন আফ্রিদি। শহীদ আফ্রিদির এই সহায়তার কাজে পাকিস্তানের বর্তমান ক্রিকেটাররাও এগিয়ে এসেছেন।

শুধু পাকিস্তানে নয়, কৌশলে বাংলাদেশেও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন শহীদ আফ্রিদি। টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের একটি ব্যাট ১৭ লাখ টাকা দিয়ে তিনি কিনে নিয়েছেন। যার পুরো অর্থ করোনার মাঝে অসহায় হয়ে পড়া দেশের দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করেছেন মুশফিকুর রহিম।

পাকিস্তানে এখন পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৪০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ২ হাজার ৫৫১ জন এবং ভালো হয়েছেন ৫০ হাজার ৫৬ জন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আফ্রিদি ফাউন্ডেশনের পাশে দাঁড়ালো পাক ক্রিকেটাররা

আফ্রিদি ফাউন্ডেশনের পাশে দাঁড়ালো পাক ক্রিকেটাররা

কাশ্মীরের তরুণ ক্রিকেটার মুর্তজার পাশে আফ্রিদি

কাশ্মীরের তরুণ ক্রিকেটার মুর্তজার পাশে আফ্রিদি

আফ্রিদির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ

আফ্রিদির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ

যে কারণে মুশফিকের ব্যাট কিনেছেন আফ্রিদি

যে কারণে মুশফিকের ব্যাট কিনেছেন আফ্রিদি