ক্রিকেটার ইতিহাসে সবচেয়ে বেশি দিন জীবিত থাকা ভারতীয় সাবেক ক্রিকেটার বসন্ত রাইজি মারা গেছেন। শনিবার (১৩ জুন) ভোর রাতে ভারতের মুম্বাইয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর ১৩৯ দিন। মৃত্যুর আগ পর্যন্ত তিনিই ছিলেন জীবিত সবচেয়ে বেশি বয়সী প্রথম শ্রেণির ক্রিকেটার।
চলতি বছরের জানুয়ারিতে শততম জন্মদিনে তার বাসায় গিয়ে কেক কেটে শুভেচ্ছা জানিয়েছিলেন শচিন টেন্ডুলকার, সুনিল গাভাস্কার, স্টিভ ওয়াহর মতো কিংবদন্তি ক্রিকেটাররা। গত ৭ মার্চ ইংলিশ ক্রিকেটার জন ম্যানার্স মারা যাওয়ার পর রাইজি ছিলেন জীবিত সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার।
রাইজির মৃত্যুর পর এখন জীবিত সবচেয়ে বেশি বয়সী প্রথম শ্রেণির ক্রিকেটার হলেন নিউজিল্যান্ডের অ্যালান বার্জেস। ক্রাইস্টচার্চে ১৯২০ সালের ১ মে তার জন্মগ্রহণ করেছেন তিনি।
১৯২০ সালে বরোদায় জন্মগ্রহণ করেন বসন্ত রাইজি। বোম্বেতে (বর্তমান মুম্বাই) বেড়ে ওঠা এই ক্রিকেটার ১৯৩৩ সালে ভারতের মাটিতে ১০০ রুপি খরচ করে প্রথম টেস্ট ম্যাচ দেখেছিলেন। এরপর ১৯৩৯ সালে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার হয়ে নাগপুরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার।
ভারতীয় ক্রিকেটের অনেক ইতিহাসের স্বাক্ষী বসন্ত রাইজ অবশেষে শতবর্ষ জীবিত থেকে ৯৫ বছর বয়সী স্ত্রী পান্না রাইজি ও দুই মেয়েকে রেখে গেলেন।