প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশে নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। দীর্ঘদিন কার্যত সারাদেশ লকডাউনে রেখেও এ ভাইরাস নির্মুল করা সম্ভব হয়নি। বর্তমানে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ এ ভাইরাসে সংক্রমিত হচ্ছেন।
চীন থেকে সারা বিশ্বের ছড়িয়ে পড়া এ ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় চলতি বছরের ৮ মার্চ। গত তিন মাসে বাংলাদেশে কোভিড-১৯ রোগীয় সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫২৩ জনে (৮ মার্চ থেকে ১২ জুন, ২০২০)।
করোনাভাইরাসের সংক্রমণের মাঝে সম্মুখ সারি থেকে যুদ্ধ করছেন ডাক্তারসহ সকল স্বাস্থ্যকর্মী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জীবনের ঝুঁকি নিয়েও তারা জনগণের সেবা দিয়ে যাচ্ছেন। করোনার মাঝে সেইসব সম্মুখ সারির যোদ্ধাদের স্যালুট জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
শুক্রবার রাতে ফেসবুকে নিজের অফিসিয়াল ভেডিফায়েড পেজে স্যালুট জানানাে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেন, ‘এ স্যালুট টু অল ফ্রন্টলাইন ওয়ার্কাস!’
মাহমুদউল্লাহ রিয়াদসহ বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা এই করোনা সঙ্কটের মাঝে নিজেদের বেতনের টাকা ছাড়াও বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, টাইগার অধিনায়ক তামিম ইকবালসহ সকলেই নিজ নিজ জায়গা থেকে সহায়তা করছেন।
বাংলাদেশের এখন পর্যন্ত প্রাণঘাতি এই ভাইরাসের আক্রান্ত হয়ে ১ হাজার ৯৫ জন মারা গেছেন। তাদের মাঝে চিকিৎসকসহ পুলিশের একাধিক সদস্য রয়েছেন। যারা দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন। এছাড়া আক্রান্তদের মধ্যে চিকিৎসা গ্রহণের পর ১৭ হাজার ২৪৯ জন ভালো হয়েছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]