এমনিতেই দেশ জুড়ে চলছে করোনার প্রকোপ তার মাঝেই অজানা এক কারণে বারবার হামলার শিকার হচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন ও তার পরিবার। যেখানে গত সাত দিনে তিনবার তার বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছেন স্টেইন।
সঠিক কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে আর্থিক দুরবস্থার কারণে তার বাসায় একের পর এক হামলা করা হচ্ছে। করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ার পরও লকডাউন তুলে নেয়া হয়েছে। কিন্তু আর্থিক দুরবস্থার কারণে অনেকেই কাজ হারিয়েছেন। এসব লোকই বাসায় হামলা করছে বলে মনে করেন প্রোটিয়া পেসার।
হামলার শিকারের কথা নিজেই জানিয়েছেন স্টেইন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘গত শুক্রবার থেকে আমার বাড়িতে বিরতি দিয়ে মোট ৩ বার হামলা চালানো হয়েছে। গতকাল আমার বাড়ির সামনে এক বন্ধুর গাড়ি ছিল। সেটি কারা যেন ক্ষতিগ্রস্ত করেছে। আজ রাতে আমার মা বাড়িতে একা ছিলেন। সেসময় জোর করে অনেকেই বাড়িতে ঢুকতে চেষ্টা করে ও তিনি ভয় পেয়ে যান।’
হতাশাগ্রস্ত মানুষরা এসব করছে মনে করে স্টেইন আরো লেখেন, ‘করোনায় মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। হতে পারে তারাই এসব করছে। আমি আশা করছি এই লেখার পর এসবের সমাপ্তি ঘটবে। সবাই নিরাপদে থাকুন।’
দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা প্রায় ৫৯ হাজার। মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে বেশ আগেই।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]