হাসপাতালে ভর্তি আমিনুলের বাবা, করোনার নমুনা সংগ্রহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৮ এএম, ১২ জুন ২০২০
হাসপাতালে ভর্তি আমিনুলের বাবা, করোনার নমুনা সংগ্রহ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বাবা আবদুল কুদ্দুসকে শ্বাসকষ্টে জনিক কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হার্টের সমস্যার জন্য শ্বাসকষ্ট হলেও করোনাভাইরাস পরীক্ষার জন্য আবদুল কুদ্দুসের নমুনা সংগ্রহ করা হয়েছে। আমিনুল ইসলাম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জাতীয় দলের ক্রিকেটার এবং পরিচিত মুখ হলেও অসুস্থ বাবাকে নিয়ে দুইদিন ধরে অন্তত পাঁচটি হাসপাতালে ঘুরেছেন আমিনুল ইসলাম। দেশের করোনা পরিস্থিতিতে কোথাও তার বাবাকে ভর্তি নেয়নি। শেষ পর্যন্ত টাইগার অধিনায়ক তামিম ইকবালের সহযোগিতায় হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে।

আমিনুল ইসলাম গণমাধ্যমে জানান, হার্টের সমস্যার জন্য গত দুইদিন ধরে তার বাবার শ্বাসকষ্ট হচ্ছে। মঙ্গলবার (জুন) থেকে হাসপাতালে ভর্তি করতে চেষ্টা করছেন, তবে কিছুতেই ভর্তি করাতে পারছিলেন না। পরে তামিম ইকবালের সহযোগিতায় হার্ট ফাউন্ডেশনে ভর্তি করানো হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১১ জনু) সকালে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার বাবার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল জানার পর চিকিৎকরা পরবর্তী চিকিৎসা শুরু করবেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আবার সেরা ফর্ম ফিরে পাচ্ছি : তাসকিন

আবার সেরা ফর্ম ফিরে পাচ্ছি : তাসকিন

জেনে নিতে পারেন ক্রিকেটের নতুন পাঁচ নিয়ম

জেনে নিতে পারেন ক্রিকেটের নতুন পাঁচ নিয়ম

নতুন নিয়মকে স্বাগত জানালেও বদলি নিয়ে দ্বিধা-দ্বন্দে মমিনুল

নতুন নিয়মকে স্বাগত জানালেও বদলি নিয়ে দ্বিধা-দ্বন্দে মমিনুল

আরও ১৫০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আরও ১৫০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী