কাবাডি ফেডারেশনকে সহায়তা দিচ্ছে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৭ এএম, ২৮ জুলাই ২০১৯
কাবাডি ফেডারেশনকে সহায়তা দিচ্ছে বিসিবি

ছবি : বিসিবি

বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে আর্থিকভাবে সহায়তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৭ জুলাই) বোর্ডের আনুষ্ঠানিক সভা শেষে সংবাদিকদের এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন বিসিবির কাছে তিন বছরের জন্য বড় একটি বাজেট দিয়েছিল। আমরা মোটামোটিভাবে ঠিক করেছি যে, বিদেশি বা আন্তর্জাতিক মানের কোচের জন্য তিন বছরে ৩০ লাখ টাকা, অর্থাৎ প্রতি বছর ১০ লাখ টাকা করে দেব। এটা আমরা ঠিক করে রেখেছি।

পাপন আরও বলেন, তারপরও ওনাদের সাথে কথা বলে এটা ঠিক করা হবে। ওনারা যা ভালো সেটা করবেন।

সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এসব তথ্য জানানোর সময় প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, অন্যতম পরিচালক নাইমুর রহমান দুর্জয়সহ অন্য পরিচালকেরাও উপস্থিত ছিলেন। এর আগে বোর্ড মিটিং করেন তারা।

বোর্ড মিটিংয়ে বিপিএলের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, বিপিএলের সপ্তম আসরের ওপেনিং সিরেমনি অনুষ্ঠিত হবে ৩ তারিখ এবং প্রথম ম্যাচ শুরু হবে ৬ ডিসেম্বর।

বিপিএলের ষষ্ঠ আসর দেশের জাতীয় নির্বাচনের জন্য সঠিক সময়ে অনুষ্ঠিত হতে পারেনি। নির্বাচনের পর চলতি বছরে প্রথমে দিকে আয়োজন করতে হয়েছিল। ফলে একই বছরে দুটি বিপিএল টুর্নামেন্টের আনন্দ উপভোগ করতে যাচ্ছে ক্রিকেট প্রেমি বাংলাদেশিরা।

এছাড়া কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়াম আন্তর্জাতিক মানের করাসহ আইসিসির লিস্টেট করতে বিবিসি কাজ করবে বলেও জানান তিনি।

পাপন বলেন, শেখ কামাল স্টেডিয়ামের আন্তর্জাতিক মর্যাদার জন্য আবেদন করব। এর জন্য যা যা করা দরকার তা শুরু করছি। আধুনিক আন্তর্জাতিক মানের একটা অ্যাকাডেমি সেখানে স্থাপন করতে যাচ্ছি। সেখানে ডরমেটরির সুবিধাও থাকবে। যেন সেখান থেকে সবাই অনুশীলন করতে পারে। নতুন নতুন খেলোয়াড় বের করার জন্য কোচরা কাজ করতে পারে।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের ওপেনিং ৩ ডিসেম্বর

বিপিএলের ওপেনিং ৩ ডিসেম্বর

মাশরাফি-সাকিবদের নতুন বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট ও ভেট্টোরি

মাশরাফি-সাকিবদের নতুন বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট ও ভেট্টোরি

মোশাররফ রুবেলকে আরও ১০ লাখ টাকা দিচ্ছে বিসিবি

মোশাররফ রুবেলকে আরও ১০ লাখ টাকা দিচ্ছে বিসিবি

বিদায় বেলায়ও রাঙিয়ে গেলেন মালিঙ্গা

বিদায় বেলায়ও রাঙিয়ে গেলেন মালিঙ্গা