দেশের কাবাডিতে ‘নতুন অধ্যায়’ নারী কর্পোরেট লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২১ জানুয়ারি ২০২৩
দেশের কাবাডিতে ‘নতুন অধ্যায়’ নারী কর্পোরেট লিগ

ফাইল ফটো

দেশের কাবাডিতে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো শুরু হচ্ছে কর্পোরেট ওমেন্স কাবাডি লিগ।৬ দল নিয়ে রোববার মাঠে গড়াবে ১০ দিনের এই লিগ।

শনিবার (২১ জানুয়ারি) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ বাংলা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে আসরের বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক, লিগ কমিটির চেয়ারম্যান,পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

হাবিবুর রহমান বলেন, “দেশের নারী খেলোয়াড়দের আর্থিক দিক বিবেচনা করে প্রথমবারের মতো মেয়েদের করপোরেট কাবাডি লিগ আয়োজন করা হচ্ছে। রোববার থেকে শুরু হওয়া এ লিগ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। জাতীয় কাবাডি স্টেডিয়ামে ডাবল লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “করপোরেট লিগ হলে কাবাডির মেয়েরা আর্থিকভাবে লাভবান হবে। তখন মেয়েরা কাবাডির প্রতিও আগ্রাহী হবে। এ টুর্নামেন্ট থেকে অধিক সংখ্যক মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে। আমরা বিশ্বাস করি, করপোরেট লিগ দেশের নারী কাবাডির জাগরণ ঘটবে।”

জানানো হয়, পারফরমেন্সের ভিত্তিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা ৬ জন খেলোয়াড় নিয়ে ৬ দলের আইকন মনোনীত করা হয়েছে।
ছয়টি দলের মালিকানায় রয়েছে দেশের ছয়টি করপোরেট হাউজ।

দলগুলো হলো- বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বেঙ্গল ওয়ারিয়র্স, আহসান গ্রুপের পৃষ্ঠপোষকতায় মতলব থান্ডার, ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নরসিংদী লিজেন্ডস, ব্রিজ ফার্মার পৃষ্ঠপোষকতায় ঢাকা টুয়েলভ, টেকনো মিডিয়ার পৃষ্ঠপোষকতায় টেকনো মিডিয়া ও নারায়ণগঞ্জ গ্লাডিয়েটর্স।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে ফেডারেশনের যুগ্ম সম্পাদক, লিগ কমিটির কো-চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ চলাকালে আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড়কে ‘গুলি’ করে হত্যা

ম্যাচ চলাকালে আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড়কে ‘গুলি’ করে হত্যা

কাবাডির মাধ্যমে আমরা ক্রীড়া ক্ষেত্রে মাসল দেখাতে চাই : বেনজীর আহমেদ

কাবাডির মাধ্যমে আমরা ক্রীড়া ক্ষেত্রে মাসল দেখাতে চাই : বেনজীর আহমেদ

পাওয়ার হিটিংয়ের গল্প শোনালেন আফিয়া

পাওয়ার হিটিংয়ের গল্প শোনালেন আফিয়া

স্বর্ণের শহরে ‘স্বর্ণা’র স্বর্ণালি ইনিংস

স্বর্ণের শহরে ‘স্বর্ণা’র স্বর্ণালি ইনিংস