পিছিয়ে গেল জুনিয়র এশিয়া কাপ হকি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২৯ এপ্রিল ২০২০
পিছিয়ে গেল জুনিয়র এশিয়া কাপ হকি

জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর নামে ৪ থেকে ১৪ জুন ঢাকায় জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। তবে মহামারি করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি পিছিয়ে আগামী বছর (২০২১) নেওয়া হয়েছে।

করোনাভাইরাসের কারণে ভয়াবহ পরিস্থিতির জন্য গত মাসে টুর্নামেন্টটি স্থগিত করেছিল এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। টুর্নামেন্টটি পিছিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) তিনি বলেন, জুনিয়র এশিয়া কাপ হকি আগামী বছর অনুষ্ঠিত হবে। তবে এখনো টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়নি। টুর্নামেন্টের সর্বশেষ অবস্থা জানতে এশিয়ান হকি ফেডারেশনের সাথে নিয়মিত যোগাযোগ করছে বিএইচএফ।

তিনি আরও বলেন, করোনাভাইরাসে আক্রান্ত চীন, কোরিয়া ও জাপানসহ দশটি দেশ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দেশের সাথে আলোচনায় বসবে এএইচএফ।

এর আগে, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেশ কিছু টুর্নামেন্ট হাতে নিয়েছিল বিএইচএফ। তবে করোনাভাইরাসের কারণে সেই টুর্নামেন্টগুলো স্থগিত হয়েছে বা নতুন সূচি নির্ধারিত হয়েছে।

এক প্রশ্নের জবাবে বিএইচএফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান, করোনাভাইরাসের কারণে জুনিয়র এশিয়া কাপের ট্রেনিং ক্যাম্প স্থগিত রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তা আবারও শুরু করা যাবে।

তবে আগামী নভেম্বরে নির্ধারিত থাকা চ্যাম্পিয়ন্স হকি লিগের সূচি অপরিবর্তিত রয়েছে। জুনিয়র এশিয়া কাপ হকির জন্য ট্রেনিং ক্যাম্প গত নভেম্বরে শুরু হয়েছিল। কয়েকদিন বিরতি দিয়ে ডিসেম্বরে বিজয় দিবস হকির পর আবারও শুরু হয়।
গত ফেব্রুয়ারিতে শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতার জন্য ১২ দিনের ছুটি দেওয়া হয়।

দশটি দল বঙ্গবন্ধু জুনিয়া এশিয়া কাপে অংশ নেবে। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর নাম দিয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

অংশ নেওয়া ১০টি দেশ হলো- ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, জাপান, চীন, ওমান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।

এর আগে সাথে বিএইচএফ কোচ মামুনুর রশিদ বলেছিলেন, গত নভেম্বরে ক্যাম্পের জন্য ৮০ জন খেলোয়াড়কে বাছাই করেছিলেন। তিনি বলেন, ১৫ দিনের ক্যাম্প শেষে ৪৬ জন খেলোয়াড়কে ছাঁটাই করা হয় এবং ক্যাম্পে এখন বিকেএসপি ও পরিষেবা থেকে ৩৬ জন খেলোয়াড় রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জুনিয়র এশিয়া হকি কাপে খেলবে দশ দেশ

জুনিয়র এশিয়া হকি কাপে খেলবে দশ দেশ

বিশ্ব হকি র‌্যাংকিংয়ে চার নম্বরে ভারত, বাংলাদেশ কোথায়?

বিশ্ব হকি র‌্যাংকিংয়ে চার নম্বরে ভারত, বাংলাদেশ কোথায়?

খেলার জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখার পরিকল্পনা বিসিবির

খেলার জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখার পরিকল্পনা বিসিবির

বাংলাদেশের হকিতে নতুন দিগন্তের সূচনা

বাংলাদেশের হকিতে নতুন দিগন্তের সূচনা