বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনা ও এশিয়ান হকি ফেডারেশনের সহযোগিতায় শুরু হচ্ছে জুনিয়র এশিয়া হকি কাপ। ঢাকায় ৪ থেকে ১২ জুন অনুষ্ঠিত এ নবম আসরে অংশ নেবে ১০টি দল।
টুর্নামেন্টে ২০১৫ সালে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপের সেরা ৬ দল ভারত (চ্যাম্পিয়ন), পাকিস্তান (রানার্স আপ), দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া ও বাংলাদেশ সরাসরি অংশ নিচ্ছে।
এছাড়া যুক্ত হচ্ছে ২০১৯ সালের ডিসেম্বরে ওমানে অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপ থেকে কোয়ালিফাই করা চারটি দল। তারা হলো- চীন, ওমান, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান।
টুর্নামেন্টের সেরা তিন দল ২০২০ সালে ভারতে অনুষ্ঠিতব্য ১৬ দলের এফআইএইচ জুনিয়র ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে স্বাগতিক হিসেবে ভারত সরাসরি ওই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে অলিম্পিক সলিডারিটি কমিশন মেম্বার ও এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) প্রধান নির্বাহী দাতো তৈয়ব ইকরাম ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই দিন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে টুর্নামেন্টের লোগো।
এশিয়ান হকি ফেডারেশনের সাথে চুক্তি স্বাক্ষরের পরপরই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধাণ নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সাথে আরেকটি চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি।