নারী হকিতে প্রথমবাবের মতো জয়ের দেখা পেল বাংলাদেশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে চলমান এএইচএফ অনুর্ধ-২১ নারী হকি টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে এ জয়ের দেখা পায় বাংলাদেশ নারী হকি দল।
প্রথম ম্যাচে হারের ভুলগুলো শুধরে দ্বিতীয় ম্যাচে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম কেয়ার্টারে আধিপত্য ধরে রাখলেও গোল আসে দ্বিতীয় কোয়ার্টারে।
২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন তারিন আক্তার খুশি। দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয় ৫৮ মিনিট পর্যন্ত। পেনাল্টি কর্নার থেকে ব্যাবধান দ্বিগুণ করেন ফারদিয়া আক্তার রাত্রি।
প্রায় শতাধিক প্রবাসী বাংলাদেশি সেংক্যাং স্টেডিয়ামে বসে এ ম্যাচ উপভোগ করেন এবং সমর্থন দেন। এ জয়ের পরপরই খেলোয়াড়দের শুভেচ্ছা জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
নারী হকির যাত্রা শুরু হওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমবারের মতো জয় দেখল বাংলাদেশ নারী হকি দল।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১২ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।