প্রায় শতাধিক খেলোয়াড় থেকে উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে বছাই করা হয়েছে ৩৫ জন অনূর্ধ্ব-২১ হকি খেলোয়াড়। বুধবার (৭ আগস্ট) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শেষ হয় ৬ দিনব্যাপী এ ট্রায়াল।
বাংলাদেশে অনুষ্ঠেয় জুনিয়র এশিয়া কাপ ২০২০ টুর্নামেন্টকে সামনে রেখে কোচ মামুন-উর-রশিদের তত্ত্বাবধানে গত ২ আগস্ট শুরু হয়েছিল এ ট্রায়াল।
বাছাইকৃত ৩৫ জনের সঙ্গে জাতীয় দল ও প্রিমিয়ার লিগে খেলা ২৫ জন খেলোয়াড় নিয়ে আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দলের দীর্ঘমেয়াদী অনুশীলন ক্যাম্প।
১৮ আগস্ট ক্যাম্প শুরু করে মাসখানেকের অনুশীলনের পর দল ভারত পাঠাবে ফেডারেশন। দেশটির ভুপাল ও চন্ডিগড়ে ১৫টি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা।
সিরিজের ৯টি ম্যাচ হবে ভুপালে, ৬টি চন্ডিগড়ে। এ টেস্টের মাধ্যমে অনূর্ধ্ব-২১ দল গঠনের জন্য খেলোয়াড় পরখ করবেন ফেডারেশন মনোনীত কোচরা।