ইনডোর হকির ইতিহাসে বাংলাদেশের প্রথম জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৭ জুলাই ২০১৯
ইনডোর হকির ইতিহাসে বাংলাদেশের প্রথম জয়

ছবি : বাংলাদেশ হকি ফেডারেশন

ইনডোর হকির ইতিহাসে প্রথম জয়ের মুখ দেখলো বাংলাদেশ। থাইল্যান্ডের চুনবোরিতে অনুষ্ঠিত ইনডোর এশিয়া কাপে বুধবার (১৭ জুলাই) ফিলিপাইনকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক এ জয় তুলে নিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা।

এর আগে নিজেদের প্রথম দু’টি ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-০ ও বর্তমান চ্যাম্পিয়ন ইরানের কাছে ৮-০ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে ফিলিপাইনকে মূলত দাঁড়াতেই দেয়নি প্রথমবারের মত ইনডোর হকির আসরে অংশগ্রহণ করা জিমি-শিটুলরা। প্রধমার্ধেই মইনুল ইসলাম কৌশিকের হ্যাটট্রিকসহ চার গোলে বাংলাদেশ ৬-০ গোলের লিড নেয়।

খেলার দ্বিতীয়ার্ধে কৌশিক আরও দুই গোল করে ডাবল হ্যাটট্রিক পূরণ করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে শিতুল বাহিনী। ম্যাচে দুই গোল করেছেন রাসেল মাহমুদ জিমি।

ম্যাচ শুরুর ৪ ও ৫ মিনিটে পরপর দুটি ফিল্ড গোল্ড করে দলকে এগিয়ে দেন কৌশিক। ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোলটি করেন আশরাফুল ইসলাম। ১১ মিনিটে কৌশিক ফিল্ড গোলের মাধ্যমে হ্যাটট্রিক পূরণ করেন। ১৭ মিনিটে জিমির কল্যাণে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে যায়। বিরতির ঠিক আগে কৌশিক আরও একটি গোল করলে ৬-০ গোলের লিড পায় বাংলাদেশ।

বিরতির পর ৩০ ও ৩৬ মিনিটে কৌশিকের আরও দু’টি গোলের মাঝে জিমির এক গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ে পঞ্চম কিংবা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো বাংলাদেশ।

এদিকে বৃহস্পতিবার (১৮ জুলাই) স্থানীয় সময় রাত ৮.০০টায় গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বিশ্ব ইনডোর র‌্যাঙ্কিংয়ের ২৯তম দল থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত হারলে বাংলাদেশের মানুষ এতো খুশি কেন?

ভারত হারলে বাংলাদেশের মানুষ এতো খুশি কেন?

নববধূকে ঘরে তুললেন মোস্তাফিজ

নববধূকে ঘরে তুললেন মোস্তাফিজ

স্বাধীন বাংলা ফুটবল দলের লুৎফর রহমানের পাশে কেউ নেই!

স্বাধীন বাংলা ফুটবল দলের লুৎফর রহমানের পাশে কেউ নেই!

প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটের বিজ্ঞাপন নিয়ে বিশ্বকাপে নারীর হানা

প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটের বিজ্ঞাপন নিয়ে বিশ্বকাপে নারীর হানা