ইনডোর হকির ইতিহাসে প্রথম জয়ের মুখ দেখলো বাংলাদেশ। থাইল্যান্ডের চুনবোরিতে অনুষ্ঠিত ইনডোর এশিয়া কাপে বুধবার (১৭ জুলাই) ফিলিপাইনকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক এ জয় তুলে নিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা।
এর আগে নিজেদের প্রথম দু’টি ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-০ ও বর্তমান চ্যাম্পিয়ন ইরানের কাছে ৮-০ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে ফিলিপাইনকে মূলত দাঁড়াতেই দেয়নি প্রথমবারের মত ইনডোর হকির আসরে অংশগ্রহণ করা জিমি-শিটুলরা। প্রধমার্ধেই মইনুল ইসলাম কৌশিকের হ্যাটট্রিকসহ চার গোলে বাংলাদেশ ৬-০ গোলের লিড নেয়।
খেলার দ্বিতীয়ার্ধে কৌশিক আরও দুই গোল করে ডাবল হ্যাটট্রিক পূরণ করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে শিতুল বাহিনী। ম্যাচে দুই গোল করেছেন রাসেল মাহমুদ জিমি।
ম্যাচ শুরুর ৪ ও ৫ মিনিটে পরপর দুটি ফিল্ড গোল্ড করে দলকে এগিয়ে দেন কৌশিক। ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোলটি করেন আশরাফুল ইসলাম। ১১ মিনিটে কৌশিক ফিল্ড গোলের মাধ্যমে হ্যাটট্রিক পূরণ করেন। ১৭ মিনিটে জিমির কল্যাণে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে যায়। বিরতির ঠিক আগে কৌশিক আরও একটি গোল করলে ৬-০ গোলের লিড পায় বাংলাদেশ।
বিরতির পর ৩০ ও ৩৬ মিনিটে কৌশিকের আরও দু’টি গোলের মাঝে জিমির এক গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ে পঞ্চম কিংবা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো বাংলাদেশ।
এদিকে বৃহস্পতিবার (১৮ জুলাই) স্থানীয় সময় রাত ৮.০০টায় গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বিশ্ব ইনডোর র্যাঙ্কিংয়ের ২৯তম দল থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।