থাইল্যান্ডের চুনবুড়িতে এশিয়ান ইনডোর হকি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ১৫ থেকে ২১ জুলাই কোর্টে গড়াবে এ আসর।
ইনডোর হকির প্রচলন দীর্ঘদিনের হলেও বাংলাদেশ প্রথমবারের মতো এ আসরে অংশ নিচ্ছে। প্রায় দুই মাস ধরে ইরানের হামিদ রেজা বুখারীর তত্ত্বাবধানে ইনডোর হকির অনুশীলন করছে বাংলাদেশের খেলোয়াড়রা।
বুখরীর সঙ্গে ছিলেন স্থানীয় কোচ জাহিদ হোসেন রাজু। হেড কোচ বর্তমানে ইরানে আছেন এবং সেখান থেকেই ব্যাংককে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
বুধবার (১০ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সভাপতিত্বে খেলোয়াড়দের নাম ঘোষণা করেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ।
অনুষ্ঠানে হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যরা এবং পৃষ্টপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ১২ সদস্যের দলের অধিনায়ক ফরহাদ আহমেদ সিটুল। এছাড়া দলে তিনজন আছেন স্টান্ডবাই হিসেবে।