হকি খেলতে থাইল্যান্ড যাচ্ছে ৩৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১:৪৭ পিএম, ২২ মে ২০১৯
হকি খেলতে থাইল্যান্ড যাচ্ছে ৩৪ বাংলাদেশি

ফাইল ছবি

থাইল্যান্ডে ১৫ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ইনডোর এশিয়া কাপ হকির অষ্টম আসর। হকির এ আসরে প্রথমবারের মত প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ।

আসন্ন এ প্রতিযোগিতাকে সামনে রেখে প্রশিক্ষণ ক্যাম্পের জন্য প্রাথমিকভাবে ৩৪ জন খেলোয়াড় মনোনীত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। মনোনীত খেলোয়াড়দের আগামী ২৩ মে দুপুর ২টায় কোচ জাহিদ হোসেন রাজু ও আশিকউজ্জামানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

মনোনীত খেলোয়াড়রা হলেন
অসীম গোপ, আবু সাঈদ নিপ্পন, বিপ্লব কুজুর, আল আমিন মিয়া, ইমরান হাসান পিন্টু, মো. খোরশেদুর রহমান, মো. ফরহাদ আহমেদ শিতুল, মো. আশরাফুল ইসলাম, কামরুজ্জামান রানা, সোহানুর রহমান সবুজ, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, রাসেল মাহমুদ জিমি।

পুস্কর খীসা মিমো, মিলন হোসেন, মঈনুল হোসেন কৌসিক, মো. আরশাদ হোসেন, মো. মাহবুব হোসেন, দ্বীন ইসরাম ইমন, সারোয়ার মোর্শেদ শাওন, শফিউল আলম শিশির, হাসান জুবায়ের নিলয়, মো. মহসীন, আবেদ উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, রেজাউল করিম বাবু, মেহেদী হাসান, মো. রাকিন, রাজু আহমেদ তপু, আলি নাহিয়ান শুভ, সিফাত আহমেদ।



শেয়ার করুন :


আরও পড়ুন

হকির নতুন সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ

হকির নতুন সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ

হকির বয়সভিত্তিক বিশ্বকাপ আয়োজনে আগ্রহ বাংলাদেশ

হকির বয়সভিত্তিক বিশ্বকাপ আয়োজনে আগ্রহ বাংলাদেশ

খেলায় হারায় খেলোয়াড়দের মাথা ন্যাড়া করে দিল কোচ

খেলায় হারায় খেলোয়াড়দের মাথা ন্যাড়া করে দিল কোচ

সাবেক তিন খেলোয়াড়কে প্রধানমন্ত্রীর ফ্ল্যাট উপহার

সাবেক তিন খেলোয়াড়কে প্রধানমন্ত্রীর ফ্ল্যাট উপহার