হকির নতুন সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৯ এপ্রিল ২০১৯
হকির নতুন সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ

দিনভর ভোটের টানটান উত্তেজনার পর রাত ৮টা পর্যন্ত ভোট গণনা চলেছে। ১৩ বছর পর বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নির্বাচনে সাজেক-সাদেক পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেলেও সাধারণ সম্পাদক হয়েছেন মমিনুল হক সাঈদ।

সোমবার (২৯ এপ্রিল) সুলতানা কামাল স্পোর্টস কমপ্লেক্সে সারাদিন ভোট গণনা শেষে এই ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

সকাল দশটা থেকে চলে ব্যালটে সিল মারা। দুপুর ৩ টা পর্যন্ত চলে ভোট যুদ্ধ। তারপর থেকে ভোট গণনা চলে রাত ৮টা পর্যন্ত। রশিদ-সাঈদ পরিষদ থেকে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

হাজী মো. হুমায়ূন ৪৪ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে রশিদ-সাঈদ পরিষদ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কামরুল ইসলাম কিসমত ও সাজেক-সাদেক প্যানেল থেকে জয়যুক্ত হয়েছেন মোহাম্মদ ইউসুফ।

সহসভাপতি ৫টি পদের জন্য লড়েছেন ১১ জন। এখানে সাজেক-সাদেক পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সাজেক-সাদেক পরিষদ। ৪টি পদ এসেছে এই পরিষদ থেকে। রশিদ-সাঈদ পরিষদ পেয়েছে একটি পদ।

১৯ সদস্য পদের জন্য লড়েছেন ৩৬ জন। সেখানে সাজেক-সাদেক পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সর্বোচ্চ ১২টি সদস্য পদ গিয়েছে এই পরিষদে। বাকি ৭টি পদ এসেছে রশিদ-সাঈদ পরিষদ থেকে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ঝগড়া করে কারাগারে শামির স্ত্রী

ঝগড়া করে কারাগারে শামির স্ত্রী

বাংলাদেশ বিশ্বকাপ জয় করবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিশ্বকাপ জয় করবে : প্রধানমন্ত্রী

মাশরাফি কন্যার কণ্ঠে সুমধুর কোরআন তিলাওয়াত

মাশরাফি কন্যার কণ্ঠে সুমধুর কোরআন তিলাওয়াত

বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে ৮ পথশিশুর দেশ ত্যাগ

বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে ৮ পথশিশুর দেশ ত্যাগ