জাকার্তায় অনুষ্ঠিতব্য হিরো এশিয়া কাপ হকি প্রতিযোগিতা-২০২২ স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ হকি দল। রোববার (২৯ মে) স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় সাড়ে ১২টা) ইন্দোনেশিয়ার জাতীয় হকি দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ হকি দল। স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারানোর পর বাংলাদেশ সামনে এখন পাকিস্তান হকি দল।
ম্যাচে প্রথম কোয়াটারে বাংলাদেশ দল ১-০ গোলে, দ্বিতীয় কোয়ার্টারে ৩-১ গোলে, তৃতীয় কোয়ার্টারে ৩-২ গোলে এবং চতুর্থ কোয়ার্টারে ৪-২ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করে। বাংলাদেশ দলের পক্ষে আশরাফুল, জিমি, ইমন ও মিমো গোল করেন। এছাড়া ৩ গোল পিসি থেকে এবং ১টি গোল আসে ফিল্ড থেকে।
ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ র্যাংকিং-এ ২৯ ছিল। স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে এ জয়ের পর এখন বাংলাদেশের র্যাংকিং ২৭, যা বাংলাদেশ হকির ইতিহাসে প্রথমবারের মতো সর্বনিম্ন।
ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর বাংলাদেশ এখন ৫/৬ স্থান নিধারণী খেলায় পাকিস্তান হকি দলের বিপক্ষে মাঠে নানবে। এর আগে ওমানকে ৫-২ গোলে হারিয়ে নিজেদের জানান দিয়েছে পাকিস্তান।
বাংলাদেশ হকি দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬-১ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে হারলেও ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-তে তৃতীয় হয় বাংলাদেশ হকি দল।
স্পোর্টসমেইল২৪/আরএস