শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসের মূলপর্বে বাংলাদেশ হকি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১০ মে ২০২২
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসের মূলপর্বে বাংলাদেশ হকি

ইন্দোনেশিয়াকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইপর্বে শুভসূচনা করেছিল বাংলাদেশ হকি দল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশ। একই সাথে এ জয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করলো জাতীয় হকি দল।

শ্রীলঙ্কাকে হারাতে পারলেই এশিয়ান গেমস নিশ্চিত হবে -এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। মঙ্গলবার (১০ মে) ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচটিতে শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে লাল-সবুজের দল।
 
বাছাইপর্বে টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে শীর্ষস্থানের পাশাপাশি সেমি-ফাইনালও নিশ্চিত করে। এতেই এশিয়ান গেমসের মূলপর্বে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম কোয়ার্টারের কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার পায়। সেখান থেকে এগিয়ে গিয়ে ম্যাচের ২২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন খোরেশেদুর রহমান।

দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল শ্রীলঙ্কা। ম্যাচের ৪৩তম মিনিটে বিপুর ভারনাকুলারের ফিল্ড গোলে ব্যবধান কমায় লঙ্কানরা। তবে ৫২তম মিনিটে রোমান সরকারের গোলে আবারও ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিমি-খোরশেদরা।

বৃহস্পতিবার (১২ মে) গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এর আগে করোনাভাইরাস মহামারির কারণে হঠাৎই এশিয়ান গেমস স্থগিত করে দিয়েছেল অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। কবে নাগাদ আসরটি মাঠে গড়াবে তা এখনও নিশ্চিত নয়।

এশিয়ান গেমস বাছাইপর্ব শেষে এশিয়া কাপ হকি খেলতে ইন্দোনেশিয়া যাবে বাংলাদেশ দল। চলতি বছরের ২৩ জুন শুরু হবে এ টুর্নামেন্ট। তবে তার আগে এশিয়ান গেমসের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করায় অনেকটা ফুরফুরে মেজাজে থাকবে বাংলাদেশ হকি দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

হকিতে টানা চতুর্থ চ্যাম্পিয়ন বাংলাদেশ

হকিতে টানা চতুর্থ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এএইচএফ কাপ হকিতে সিঙ্গাপুরকে নিয়ে ‘ছেলেখেলা’ করলো বাংলাদেশ

এএইচএফ কাপ হকিতে সিঙ্গাপুরকে নিয়ে ‘ছেলেখেলা’ করলো বাংলাদেশ

বড় জয়ে এএইচএফ কাপ হকিতে শুভসূচনা করলো বাংলাদেশ

বড় জয়ে এএইচএফ কাপ হকিতে শুভসূচনা করলো বাংলাদেশ

এশিয়া কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ হকি দল

এশিয়া কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ হকি দল