চাইনিজ তাইপেকে হারানোর পর এবার শক্তিশালী পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ। আর এর ফলে যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাই প্রতিযোগিতায় সেমিফাইনালে জায়গা করে নিল লাল-সবুজ জার্সিধারীরা।
শুক্রবার বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বাংলাদেশ। এর আগে সকালে নিজেদের চতুর্থ গ্রুপ ম্যাচে চাইনিজ তাইপেকে ১২-২ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।
টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ ও কম্বোডিয়াকে ২০-০ গোলে হারানোর পর ৭-৪ গোলে হেরেছিল মালয়েশিয়ার বিরুদ্ধে। শুক্রবার সকালে মালয়েশিয়ার কাছে পাকিস্তান ১২-১ গোলে হারায় সেমিফাইনালের সম্ভাবনা টিকে থাকে বাংলাদেশের।
১১ দলের এই বাছাই পর্ব থেকে সেরা দুই দল পাবে অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য যুব অলিম্পিক গেমসের টিকিট। ২০১৪ সালে বাংলাদেশ বাছাই পর্বের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল। বাংলাদেশ ও পাকিস্তান খেলেছিল নানজিন যুব অলিম্পিকে।