এশিয়ান হকি ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ জাতীয় হকি দল। সেমি -ফাইনালে কাজাখস্থানের বিপক্ষে ৮-১ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো তারা।
শনিবার (১৯ মার্চ) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত পুরুষ এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের সেমি -ফাইনালে ৮-১ গোলের বিশাল ব্যবধানে কাজাখস্থানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এ জয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
একই সাথে ফাইনালে খেলার যোগ্যতা অর্জনের পাশাপাশি আসন্ন এশিয়া কাপের চূড়ান্ত পর্বেও খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয় হকি দল।
ম্যাচের ৭ম মিনিটে পেনাল্টি গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল ইসালাম। বাংলাদেশের হয়ে তিনি মোট চারটি গোল করেন। এছাড়া খোরশেদুর রহমান দুটি এবং সোহানুর সুবুজ ও জিমি একটি করে গোল করেন।
রোববার (২০ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ফাইনালে ওমানের মোকাবেলা করবে লাল সুবুজের দল।
স্পোর্টসমেইল২৪/আরএস