দীর্ঘ ৪০ মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরছে বাংলাদেশ জাতীয় হকি দল। শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক হকিতে প্রত্যাবর্তন করবে বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নিজেদের প্রথম ম্যাচে সেরাটা দিয়ে খেলবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি।
বুধবার (১৫ ডিসেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে কথা বলেন কোচ কৃষ্ণমূর্তি। সেখানেই তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
কোচ কৃষ্ণমূর্তি বলেন, ‘৪০ মাস বাংলাদেশ দল কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। বিপরীতে প্রতিপক্ষ দলগুলো ম্যাচের মধ্যেই ছিল। যে দলগুলো খেলতে এসেছে তারা র্যাংকিংয়ে আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে। তবে একটা কথাই আমি বলতে পারি, ছেলেরা শতভাগ দিয়ে মাঠে খেলবে। নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবে। এর বাইরে আর কিছু বলতে পারছি না।’
শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য কী থাকবে? -এমন প্রশ্নের জবাবে স্বাগতিক দলের কোচ বলেন, ‘ভারত বিশ্ব র্যাংকিংয়ে ৩ নম্বরে রয়েছে, তারা সেরা। কোভিড কিংবা নন কোভিড, কোনো অবস্থাতেই তাদের খেলা বন্ধ ছিল না।’
বাংলাদেশ হকি দলের কোচ আরও বলেন, ‘তারা (ভারত) অলিম্পিকেও তৃতীয় স্থান লাভ করেছে, পদক জিতেছে। তাই ভারতের বিপক্ষে আমরা শুধু নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করতে পারি।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]