স্থগিত থাকা এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফির নতুন তারিখ চূড়ান্ত করেছে এশিয়ান হকি ফেডারেশন। চলতি বছর ঢাকায় অনুষ্ঠিত এ আন্তর্জাতিক টুর্নামেন্ট। বাংলাদেশ হকি ফেডারেশন এর আয়োজকের দায়িত্বে থাকবে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এশিয়ান হকি ফেডারেশন এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ হকি ফেডারশনের সাথে আলোচনা করেই এ সূচি চূড়ান্ত করা হয়েছে।
সূচি অনুযায়ী চলতি বছরের ১৪ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত হকির এ টুর্নামেন্ট আয়োজিত হবে। ঢাকার মাওলানা ভাসানী স্টেডিয়ামের টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির ৬ষ্ঠ আসরে অংশ নিবে বাংলাদেশ, জাপান, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। সর্বশেষ ১৫ মাসে কোনো ধরনের মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজন করেনি এশিয়ান হকি ফেডারেশন। চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আবারও মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজন করছে তারা।
বাংলাদেশ হকি ফেডারেশনের চেয়ারম্যান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান বলেছেন, ‘ডিসেম্বরে হকির দারুণ একটি টুর্নামেন্ট আমরা দেখতে পাবো। এটা আমাদের জন্য সুখবর। চলতি বছরে এশিয়ান হকির সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে এটি।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]