রেওয়াজ অনুযায়ী হকি ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে থাকেন বিমান বাহিনীর প্রধান। তাই কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পাওয়া এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের দায়িত্ব পাওয়া ছিল সময়ের ব্যাপার।
মঙ্গলবার (২২ জুন) এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে হকি ফেডারেশনের সভাপতির দায়িত্ব দেওয়ার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তাকে সভাপতি করার বিষয়টি প্রজ্ঞাপণ জারি করে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
হকির টাল মাটাল অবস্থায় দায়িত্ব নিলেন নতুন সভাপতি। কিছুদিন আগে মোহামেডান-আবাহনীসহ সাত ক্লাব ও হকি কল্যাণ সমিতি এ কমিটি ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাদি আহসান রাসেলকে এ বিষয়ে চিঠি দিয়েছে সাত ক্লাব।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]