প্রায় আড়াই বছর পর মাঠে গড়াতে যাচ্ছে প্রিমিয়ার লিগ হকি। তবে মাঠে গড়ানোর আগে সংশ্লিষ্ট সবার করোনা টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে হকি ফেডারেশন। ব্যাপারটি নিশ্চিত করেছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
আড়াই বছর পর লিগ শুরুর ব্যাপারে আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্লাব-ফেডারেশনের দ্বন্দ্ব দূর করে যত দ্রুত সব লিগ মাঠে গড়াবে বলে আশ্বাস তার। জুলাইয়ের শেষে দলবদল করে লিগ শুরু করতে চাচ্ছে ফেডারেশন।
চলতি মাসে প্রিমিয়ার লিগের ক্লাব কর্তাদের সঙ্গে নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে ফেডারেশনের নতুন সভাপতির। এদিকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া এক কোটি টাকার সুষ্ঠু বণ্টন হলে হকি অঙ্গন আরও এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা
লিগে অংশ নেয়ার আগে হকি ফেডারেশনের কর্মকর্তা, দলগুলোর খেলোয়াড়সহ স্টাফদের করোনা ভাইরাসের টিকা গ্রহণের নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তাইতো হকি সংশ্লিষ্টদের কোভিড টিকা বাধ্যতামূলক করেছে ফেডারেশন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]