মাঠে হকি ফেরাতে প্রধানমন্ত্রীর কোটি টাকা অনুদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৮ এএম, ১৮ মে ২০২১
মাঠে হকি ফেরাতে প্রধানমন্ত্রীর কোটি টাকা অনুদান

করোনাভাইরাসের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে দেশের ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য খেলা শুরু হলেও আলোর মুখ দেখেনি হকি। দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে হকি খেলা। ২০১৮ সালের পর থেকে আর মাঠে গড়ায়নি ঢাকা প্রিমিয়ার লিগ হকিও। এমতাবস্থায় হকিকে মাঠে ফেরাতে উদ্যোগী হলেন স্বয়ং প্রধানমন্ত্রীই। 

মাঠে হকি ফেরাতে ফেডারেশন বার বার চেস্টা করলেও আর্থিক সংকটের কথা বলে লিগ খেলতে অপরাগতা প্রকাশ করে ক্লাবগুলো। একই সাথে কিছু অর্থও তাদের দেয়ার দাবি জানায়। 

ক্লাবগুলোর সেই দাবি প্রধানমন্ত্রীকে জানানো হলে হকিকে মাঠে ফেরাতে এক কোটি টাকা দেয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের আগে প্রধানমন্ত্রীর সেই অনুদান হাত পেতেছে হকি ফেডারেশন। আর তাই এখন দ্রুত হকিকে মাঠে ফেরানোই মূল লক্ষ্য ফেডারেশনের। 

হকি ফেডারেশনের সভাপতি দেশে ফিরলে ক্লাবগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলেই লিগ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিরা না পারলেও চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুললো বার্সার মেয়েরা

মেসিরা না পারলেও চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুললো বার্সার মেয়েরা

পুনরায় মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ

পুনরায় মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ

শ্রীলঙ্কার বিপক্ষে দিবারাত্রি ম্যাচের সময় জানালো বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে দিবারাত্রি ম্যাচের সময় জানালো বিসিবি

শোয়েবের অধিনায়কত্বে বিদায় বলতে চেয়েছিলেন আফ্রিদি

শোয়েবের অধিনায়কত্বে বিদায় বলতে চেয়েছিলেন আফ্রিদি