বাছাইপর্বে দুর্দান্ত শুরু বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ পিএম, ১০ মার্চ ২০১৮
বাছাইপর্বে দুর্দান্ত শুরু বাংলাদেশের

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে দুর্দান্ত বাংলাদেশ। ওমানের রাজধানী মাসকটে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের জালে ৫ গোল দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশের প্রথম চারটি গোলই এসেছে ফিল্ড গোল থেকে। শেষ গোলটি পেনাল্টি কর্নারে। একটি করে গোল করেছেন সারোয়ার হোসেন, জোবায়ের হাসান, মিলন হোসেন, রোমান সরকার ও মামুনুর রহমান চয়ন।

প্রথম কোয়ার্টারে ফিল্ড গোলে গোলের খাতা খুলেছেন সারোয়ার। দ্বিতীয় কোয়াটারে ২-০ করেছেন জোবায়ের। তৃতীয় কোয়াটারে ৩-০ করে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে আসে মিলন। শেষ কোয়াটারে গোলের সংখ্যা বাড়ানোর দিকে মনযোগ ধরে রেখে আদায় করে নিয়েছে আরও দুটি গোল। রোমান ও মামুনুর রহমানের স্টিক থেকে এসেছে দুই গোল।

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বাংলাদেশের অতীত ইতিহাস ঈর্ষণীয়। আট দলের বাছাইপর্বে এবারও শিরোপার স্বপ্ন নিয়ে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। বাছাইপর্ব থেকে সেরা পাঁচ দল আগামী আগস্টে ইন্দোনেশিয়াতে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

হকির দল চূড়ান্ত : তিন সিনিয়র খেলোয়াড় বাদ

হকির দল চূড়ান্ত : তিন সিনিয়র খেলোয়াড় বাদ

এশিয়ান গেমসের ‌‘চ্যাম্পিয়ন’ হতে চায় হকি দল

এশিয়ান গেমসের ‌‘চ্যাম্পিয়ন’ হতে চায় হকি দল

শুরু হচ্ছে এশিয়ান গেমস বাছাই হকির প্রস্তুতি

শুরু হচ্ছে এশিয়ান গেমস বাছাই হকির প্রস্তুতি

নাটোরে প্রথমবারের মত হকি টুর্নামেন্ট

নাটোরে প্রথমবারের মত হকি টুর্নামেন্ট