জানুয়ারিতে ঢাকায় বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩২ এএম, ২৮ আগস্ট ২০২০
জানুয়ারিতে ঢাকায় বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি

বঙ্গবন্ধু জুনিয়র হকি (পুরুষ) এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)। ২০২১ সালের ২১ থেকে ৩০ জানুয়ারি মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু জুনিয়র হকি (পুরুষ) এশিয়া কাপ আয়োজনের সূচি চূড়ান্ত হয়েছে। জুনিয়রদের এ টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করে এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) কাছে যে আবেদন দিয়েছিলাম সেটি অনুমোদিত হয়েছে।

মূল সূচি অনুযায়ী ১০ দেশের অংশগ্রহণে চলতি বছর ৪ থেকে ১৪ জুন ঢাকায় টুর্নামেন্টটি আয়োজনের কথা ছিল। তবে কোভিড-১৯ এর মাহামারির কারণে মার্চেই সেটি এএইচএফ স্থগিত ঘোষণা করে। এখন নতুন করে আবার সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো হলো- চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ভারত, জাপান, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া ও স্বাগতিক বাংলাদেশ।

দেশগুলোর মধ্যে গত আসরের শীর্ষ ছয়টি দেশ- ভারত, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশ সরাসরি আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। বাকি চারটি দেশ- চীন, চাইনিজ তাইপে, ওমান ও উজবেকিস্তানকে সিলেকশন রাউন্ড খেলে যোগ্যতা অর্জন করতে হয়েছে। গত বছর অনুষ্ঠিত হয়েছিল ওই রাউন্ডের খেলা।

এখান থেকে শীর্ষ তিনটি দেশ পুরুষদের জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সাবেক তিন খেলোয়াড়কে প্রধানমন্ত্রীর ফ্ল্যাট উপহার

সাবেক তিন খেলোয়াড়কে প্রধানমন্ত্রীর ফ্ল্যাট উপহার

২০২১ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে বাংলাদেশ

২০২১ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে বাংলাদেশ

বিশ্ব হকি র‌্যাংকিংয়ে চার নম্বরে ভারত, বাংলাদেশ কোথায়?

বিশ্ব হকি র‌্যাংকিংয়ে চার নম্বরে ভারত, বাংলাদেশ কোথায়?

নারী হকিতে বাংলাদেশের প্রথম জয়

নারী হকিতে বাংলাদেশের প্রথম জয়