বঙ্গবন্ধু জুনিয়র হকি (পুরুষ) এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)। ২০২১ সালের ২১ থেকে ৩০ জানুয়ারি মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু জুনিয়র হকি (পুরুষ) এশিয়া কাপ আয়োজনের সূচি চূড়ান্ত হয়েছে। জুনিয়রদের এ টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করে এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) কাছে যে আবেদন দিয়েছিলাম সেটি অনুমোদিত হয়েছে।
মূল সূচি অনুযায়ী ১০ দেশের অংশগ্রহণে চলতি বছর ৪ থেকে ১৪ জুন ঢাকায় টুর্নামেন্টটি আয়োজনের কথা ছিল। তবে কোভিড-১৯ এর মাহামারির কারণে মার্চেই সেটি এএইচএফ স্থগিত ঘোষণা করে। এখন নতুন করে আবার সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো হলো- চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ভারত, জাপান, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া ও স্বাগতিক বাংলাদেশ।
দেশগুলোর মধ্যে গত আসরের শীর্ষ ছয়টি দেশ- ভারত, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশ সরাসরি আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। বাকি চারটি দেশ- চীন, চাইনিজ তাইপে, ওমান ও উজবেকিস্তানকে সিলেকশন রাউন্ড খেলে যোগ্যতা অর্জন করতে হয়েছে। গত বছর অনুষ্ঠিত হয়েছিল ওই রাউন্ডের খেলা।
এখান থেকে শীর্ষ তিনটি দেশ পুরুষদের জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]