বাবা ছিলেন ঠেলাগাড়ি চালক, মেয়ে জিতলেন খেলরত্ন পুরস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৩ আগস্ট ২০২০
বাবা ছিলেন ঠেলাগাড়ি চালক, মেয়ে জিতলেন খেলরত্ন পুরস্কার

জীবনে সফলতা পেতে পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রমের সাথে সততা আর ডেডিকেশন থাকাটাও জরুরি। জীবনের কোন পথই মসৃণ নয়, মসৃণের সাথে অমসৃণ পথ হেঁটেই পাড়ি দিতে হয় স্বপ্ন পথ, পৌঁছাতে হয় সফলতার গন্তব্যে। এই ভূবণে যারা সফল হয়েছেন তাদের জীবনের গল্পটা হয়তো ভিন্ন তবে সবাই নানা রকম বাঁধা-বিপত্তি পেরিয়ে জীবনযুদ্ধে জিতেছেন। এখানেই কি-না সবাই অভিন্ন।

ভারতের জাতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল। তার জীবনের গল্পটা যেন রূপকথার মতো। অজস্র প্রতিকূলতা টপকে, লড়তে লড়তে এগোতে হয়েছে তাকে। বেশ গরীব ঘর থেকে উঠে আসতে হয়েছে তাকে। বাবা ছিলেন একজন ঠেলাগাড়ি চালক। আর পরিবারে ছিলেন তিন ভাই-বোন। তাই বেঁচে থাকাটা খুব একটা সহজ ছিল না।

এমন এক পরিবার থেকে উঠে এসে ভারতের মতো দেশের জাতীয় হকি দলের নেতৃত্ব দিচ্ছেন রানি রামপাল। যার বেঁচে থাকাই ছিল দুরূহ, সেই রানি কি-না জিতলেন ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা ‘রাজীব গান্ধী খেলরত্ন’ পুরস্কার। ভারতের প্রথম নারী হকি খেলোয়াড় হিসেবে এ পুরস্কার জিতলেন তিনি। খেলরত্ন পুরস্কার জেতার পর ভারতের আনন্দবাজারে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের গল্প জানিয়েছেন রানি রামপাল।

চলার পথটা সহজ ছিল না, হরিয়ানায় দারিদ্র্যের বিরুদ্ধে প্রবল সংগ্রামের মাধ্যমে বেঁচে থাকার লড়াইয়ে হকিই হয়ে উঠেছিল অস্ত্র। এটা স্রেফ খেলা ছিল না, ছিল তার বাঁচার মাধ্যম। নিজের জীবনের গল্প জানাতে গিয়ে তিনি বলেন, ‘খুব কঠিন দিন গিয়েছে। আমি খুব গরিব ঘর থেকে উঠে এসেছি। বাবা ছিলেন ঠেলাগাড়ির চালক। বেঁচে থাকাটাই ছিল ভেরি ডিফিকাল্ট। তিন ভাই-বোনের সংসার ছিল। ভয়ানক সব দিন দেখেছি।’

তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকে হকি ছিল আমার প্যাশন। হকি খেলতে ভালবাসতাম। সেই কারণেই হকি খেলায় মন দিই। স্বপ্ন দেখতাম যে, একদিন দেশের হয়ে খেলছি। এটাও মনে ছিল যে, দেশের হয়ে খেলতে পারলে যদি পরিবারকে বাঁচাতে পারি। ধীরে ধীরে এটাই জীবন হয়ে উঠলো। খুব খাটতাম। জাতীয় দলে আসার পর চাকরি পেলাম। ইট ওয়াজ রিয়েলি স্ট্রাগলিং পিরিয়ড, নট ইজি। জীবন আমাকে একেবারেই সাজিয়ে দেয়নি কিছু। তবে এটাও ভাবি যে, আমি নিশ্চয়ই আশীর্বাদধন্যা। আমি ব্লেসড যে হকি খেলতে পারি। উপরওয়ালা আমাকে সেই শক্তি দিয়েছেন। সেই কারণেই সব হার্ডল, বাধা-বিপত্তি টপকে চলতে পেরেছি।’

অজস্র প্রতিকূলতা টপকে, লড়তে লড়তে এগোতে হয়েছে। শুরুর দিনগুলো থেকে খেলরত্ন সম্মান। এই সফর কীভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমার কাছে বিশাল সম্মান। মহিলা হকি খেলোয়াড় হিসেবে এই ঐতিহ্যশালী খেলরত্ন একটা মস্ত বড় স্বীকৃতিও। এর আগে কোনও মহিলা হকি খেলোয়াড় এই সম্মান পাননি। আমিই প্রথম। সেটাও গর্বের জায়গা। আমি এই সম্মান উৎসর্গ করছি করোনাভাইরাসের বিরুদ্ধে যারা লড়ছেন, সেই সমস্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের। এবং অবশ্যই এই সম্মান আমাদের মহিলা হকি দলের প্রত্যেকের সঙ্গে ভাগ করে নিতে চাইছি।’

খেলরত্ন সম্মান উৎসর্গ করলেন করোনার বিরুদ্ধে যোদ্ধাদের। লকডাউনে সতীর্থদের সঙ্গে অর্থসংগ্রহে নেমেছিলেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘ আমি বড় হয়েছি অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে। আমার মনে হয়, ক্রীড়াবিদ হিসেবে আমাদের একটা সামাজিক দায়িত্ব রয়েছে। শুধু আমি একা নই, সবাই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি। প্রত্যেকেই নানা সমস্যার সামনে পড়েছি। সেই কারণেই যাদের দরকার, তাদের সাহায্যে এগিয়ে আসতে চেয়েছিলাম। এখানে আবার ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের কথা ফের বলতেই হচ্ছে। তাঁরা নিজের প্রাণ হাতে নিয়ে বাকিদের নিরাপত্তার জন্য লড়ে চলেছেন কোভিডের বিরুদ্ধে। তাদেরকে স্যালুট।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

নমুনা দেওয়া আরচারদের সবাই করোনা নেগেটিভ

নমুনা দেওয়া আরচারদের সবাই করোনা নেগেটিভ

ভারতীয় নারী বক্সার সরিতা দেবী করোনা আক্রান্ত

ভারতীয় নারী বক্সার সরিতা দেবী করোনা আক্রান্ত

ধোনির অবসর ঘোষণার সময় নিয়ে চলছে ‘গবেষণা’

ধোনির অবসর ঘোষণার সময় নিয়ে চলছে ‘গবেষণা’

করোনায় প্রাণ হারালেন গাভাস্কারের ওপেনিং পার্টনার

করোনায় প্রাণ হারালেন গাভাস্কারের ওপেনিং পার্টনার